১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রাকচাপায় হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান নিহত

হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান নিহত - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ল্যাব টেকনিশিয়ান আব্দুল মান্নান (৪৫) ট্রাকচাপায় নিহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান হাবিপ্রবি-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আব্দুল মান্নান মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে অপর দিক থেকে একটি ট্রাক একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।’

মৃত্যুর খবর নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: শামসুজ্জোহা জানান, ‘বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাওয়ার পথে দিনাজপুর পল্লী বিদ্যুৎ মোড়ে তিনি নিহত হয়েছেন।’

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘আমরা ট্রাকটি জব্দ করেছি এবং ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা না হলে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে সড়ক পরিবহন আইনে আজ রাতের মধ্যেই মামলা করা হবে। আমাদের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল