শহীদ জিয়া কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবি ইবি ছাত্রদলের
- ইবি সংবাদদাতা
- ১৬ নভেম্বর ২০২৪, ১৭:১৮
ভিত্তিপ্রস্তরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবিতে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় ভিসির কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯ দফা দাবির অন্যগুলো হলো বিশ্ববিদ্যালয় ডায়েরি ও ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত করা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়ন করা, মেধার ভিত্তিতে হলের সিট নিশ্চিত করা, ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা, ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি করে খাবারের মান বৃদ্ধি করা, বিশ্ববিদ্যালয়ের সকল খাতে অতিরিক্ত ফি কমানো, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সকল দফতরে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা।
এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ব্যতীত অন্য সকল রাজনৈতিক পক্ষগুলোকে একটি প্লাটফর্মে নিয়ে এসে সকলের সহাবস্থান নিশ্চিত করা, ক্যাম্পাসের স্বৈরাচারী দোসরদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করা। একইসাথে র্যাগিং, মাদক ও সেশনজট নির্মূল করা। ক্যাম্পাসে দ্রুতগতির ওয়াইফাই সুবিধা নিশ্চিত ও কেন্দ্রীয় লাইব্রেরি প্রতিদিন খোলা রাখা ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।
দাবির প্রেক্ষাপটে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে যে সমস্ত দাবি তোমরা দিয়েছো তা নিঃসন্দেহে পূরণ করার জন্য কাজ করব।’
উল্লেখ্য, এর আগে গত ৮ অক্টোবর শিক্ষার্থীদের সাথে ভিসির মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় সংস্কারে ৪৬ দফা প্রস্তাবনা প্রদান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা