১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নতুন বছরের প্রথম মাসেই মিলবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক

- ছবি : প্রতীকী

নতুন বছরের প্রথম মাসেই মিলবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তক এবং কারিগরি বোর্ডের পাঠ্যপুস্তক ছাপানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ষষ্ঠ ও সপ্তম শ্রেণি এবং কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারির প্রথমদিকেই পাঠ্যপুস্তক পাবেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ইবতেদায়ির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি এবং মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরি শ্রেণীর সাত কোটি ৩১ লাখ ২৯ হাজার ৮৫৯টি বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। ১০৭টি লটে ৭৯টি প্রতিষ্ঠান থেকে এই পাঠ্যপুস্তক নেয়া হবে। এতে মোট ব্যয় হবে ২৮৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার ১৩৮ টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেয়া হয়েছে।

সূত্র আরো জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ কমিটি মাধ্যমিকে (বাংলা ও ইংরেজি ভার্সন) সপ্তম শ্রেণী, দাখিল সপ্তম শ্রেণী এবং কারিগরির সপ্তম শ্রেণির বিনামূল্যের পাঁচ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ৭৮৭টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। ৯৯টি লটে ৬৯টি প্রতিষ্ঠান থেকে এই পাঠ্যপুস্তক নেয়া হবে। এতে মোট ব্যয় হবে ২৪০ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৬৩৯ টাকা।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে জনতার হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক হাজী মোহাম্মদ সেলিমের ছেলে সোলাইমান সেলিম কারাগারে জেনেভায় আসিফ নজরুলের সাথে ‘অশোভন আচরণের’ নিন্দা সুপ্রিমকোর্ট বারের কিশোরগঞ্জে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সাথে ব্রাজিলের সেকেন্ড লেডির বৈঠক দুই উপদেষ্টার অপসারণসহ ১২ দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেই বাজার করি, চাপে আছি : খাদ্য উপদেষ্টা পাবনায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষার্থী নিহত বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী আজারবাইজান গত এক সপ্তাহে হিজবুল্লাহর ২০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

সকল