০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

বিএসএমএমইউর রেসিডেন্সি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজই ফলাফল প্রকাশ
বিএসএমএমইউর রেসিডেন্সি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে - ছবি : নয়া দিগন্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ ২০২৫ সেশনের রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-এ-এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার রাজধানীর বুয়েট ক্যাম্পাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভর্তি অনুষ্ঠিত হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো: সায়েদুর রহমান পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন। আজই ফলাফল বিশ্ববিদ্যালয়ের www.bsmmu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবারের ফেজ-এ ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ২৮ জন। এর মধ্যে মেডিসিন অনুষদে ১ হাজার ৭১৮ জন, সার্জারি অনুষদে ২ হাজার ৩৯১ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২৩৬ জন, ডেন্টাল অনুষদে ২৮১ জন এবং শিশু অনুষদে ৪০৬ জন পরীক্ষার্থী রয়েছে। এবার ১ হাজার ৬৩৬ চিকিৎসককে রেসিডেন্সি কোর্সে ভর্তি করা হবে। এর মধ্যে মেডিসিন অনুষদে আসন সংখ্যা ৫৪৬টি, সার্জারি অনুষদে ৬৪৬টি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২০৭টি, ডেন্টাল অনুষদে ৮৭টি এবং শিশু অনুষদে ১৫০ জন।

হল পরিদর্শনসহ বিভিন্ন হল ও কন্ট্রোলরুমে বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমান, প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা: মো: মোজাম্মেল হক, ডিন অধ্যাপক ডা: মানিক কুমার তালুকদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রক্টর ডা: শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা: মো: জিল্লুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল