বিএসএমএমইউর রেসিডেন্সি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
আজই ফলাফল প্রকাশ- নিজস্ব প্রতিবেদক
- ০৮ নভেম্বর ২০২৪, ১৮:৩৭
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ ২০২৫ সেশনের রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-এ-এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার রাজধানীর বুয়েট ক্যাম্পাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভর্তি অনুষ্ঠিত হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো: সায়েদুর রহমান পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন। আজই ফলাফল বিশ্ববিদ্যালয়ের www.bsmmu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
এবারের ফেজ-এ ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ২৮ জন। এর মধ্যে মেডিসিন অনুষদে ১ হাজার ৭১৮ জন, সার্জারি অনুষদে ২ হাজার ৩৯১ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২৩৬ জন, ডেন্টাল অনুষদে ২৮১ জন এবং শিশু অনুষদে ৪০৬ জন পরীক্ষার্থী রয়েছে। এবার ১ হাজার ৬৩৬ চিকিৎসককে রেসিডেন্সি কোর্সে ভর্তি করা হবে। এর মধ্যে মেডিসিন অনুষদে আসন সংখ্যা ৫৪৬টি, সার্জারি অনুষদে ৬৪৬টি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২০৭টি, ডেন্টাল অনুষদে ৮৭টি এবং শিশু অনুষদে ১৫০ জন।
হল পরিদর্শনসহ বিভিন্ন হল ও কন্ট্রোলরুমে বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমান, প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা: মো: মোজাম্মেল হক, ডিন অধ্যাপক ডা: মানিক কুমার তালুকদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রক্টর ডা: শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা: মো: জিল্লুর রহমান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা