নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি শাখা ছাত্রশিবির
- রাবি প্রতিনিধি
- ০৮ নভেম্বর ২০২৪, ১৭:১৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর শাখা শিবিরের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখা শিবিরের সভাপতি আব্দুল মোহাইমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাকুর রহমান জাহিদের সঞ্চালনায় জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘মৃত্যু না থাকলে পৃথিবীতে কেউ ভালো কাজ করত না, যেহেতু মৃত্যু আছে, তাই আমাদের ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে হলে ভালো মানুষের সাথে মেলামেশা প্রয়োজন। মানুষের ভেতরে দু’টি সত্তা থাকে একটি নৈতিক সত্তা ও অপরটি পাশবিক সত্তা। মানুষ নৈতিক সত্তা দিয়ে ভালো কাজ করে। অপরদিকে পাশবিক সত্তা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। দুনিয়ার জীবনে পাশবিক সত্তাকে দমিয়ে রাখতে হবে। নৈতিক সত্তাকে খোরাক জোগাতে হবে। নৈতিক সত্তাকে খোরাক জোগাতে প্রতিদিন কুরআন পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রাতে আল্লাহর কাছে চাইতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ছাত্রশিবির কাজ করে ভালো ভবিষ্যৎ নিয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত দু’ দিকে যেতে পারে প্রথমটি সরকারি চাকরি এবং অন্যটি রিসার্চ। অনেকেই মনে করে রিসার্চ করে একমাত্র উপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া কিন্তু তা নয়। দেশের বাইরেও সিভিল সার্ভিস থেকে দু’ থেকে তিন গুন বেতনে চাকরির সুযোগ রয়েছে।’
এ সময় আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এম আব্দুল হান্নান বলেন, ‘শুধুমাত্র সমাজ পরিচালনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ে আসা। এজন্য প্রথমবর্ষ থেকে জীবনের লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী আগাতে হবে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশকে নেতৃত্ব দিতে হবে।’
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ‘১৫ বছর পর এমন অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত। বিগত বছরগুলোতে ক্ষমতাধরেরা এমন অনুষ্ঠান করতেই দেননি। জীবনের সফলতা পাওয়ার মূল পথ হলো নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে চলা। নিয়মানুবর্তিতা আসে আল্লাহর পথে চলার মাধ্যমে। কুরআনই একমাত্র পথ যা মানুষকে উন্নয়ন করতে পারে। আর এ উপকরণ এ পথ তোমাকে দেখাবে বাংলাদেশ ছাত্রশিবির। শুধু দেশ নয় বরং দেশের বাইরেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রশংসায় পঞ্চমুখ।’
অনুষ্ঠান শেষে প্রতিটি নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দেয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা