০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`
এমএএস ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ বিভাগে ভর্তির সময় বাড়ল

- ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস নন-থিসিস/থিসিস বেইজড এমএএস ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের সময় আগামী ২১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মোস্তাফিজুর রহমান জানান, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ সময় আগামী ২৪ নভেম্বর।’

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ক্লাস শুরু হবে আগামী বছর ১২ জানুয়ারি। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement