০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

দাবি না মানায় ফের মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ফের অবরোধ - ছবি : নয়া দিগন্ত

বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসমালিক ও প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে রাজি না হওয়ায় পুনরায় মহাসড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ফের অবরোধ করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, তাদের সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাসমালিক ও প্রশাসনকে নিয়ে আলোচনায় বসতে হবে কিন্তু প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনায় বসতে রাজি নন।

আন্দোলনকারী শিক্ষার্থী আওলাদ হোসেন বলেন, ‘আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে ডিসি অফিসে আলোচনায় যাওয়ার জন্য। আমরা ডিসি অফিসে আলোচনায় কেন যাব? আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে আলোচনায় বসতে হবে। আমাদের দাবি দাওয়াগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে বসে আলোচনা করব। আমাদের বোনকে বিশ্ববিদ্যালয় এরিয়ায় বাসচাপা দিয়ে হত্যা করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাকিবুল ইসলাম বলেন, ‘বাসমালিক ও তার লোকজন প্রশাসনের কাছে এসেছেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আলোচনায় বসতে চান কিন্তু নিরাপত্তার কারণে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসকের অফিসে আলোচনায় বসতে চাচ্ছে। শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসি কথা বলছেন, আশা করি দ্রুত একটি সমাধানে আসবে বিষয়টি।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিন আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘ নিরাপত্তাজনিত কারণে স্থানীয় প্রশাসন বাসমালিককে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আলোচনায় বসতে চাচ্ছে না। আলোচনার স্থান যেখানে হোক আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিব বলেন ভিসি কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাইরে আলোচনায় বসতে রাজি হননি।’

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ভোলা রোডে পুলিশ বক্সের পাশে নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফৌজিয়াকে চাপা দিলে তিনি নিহত হন।


আরো সংবাদ



premium cement
জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শবান ও মানবিক হওয়ার চেষ্টা করতে হবে : আল্লামা মাহফুজুল হক ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে : রিজভী ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বিবাদের আভাস রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক

সকল