২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

ডিগ্রি পাস কোর্সের ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি

ডিগ্রি পাস কোর্সের ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি - ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করার তারিখ ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর এবং প্রিন্টকরা ফরম কলেজে জমা দেয়ার তারিখ ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর করা হয়েছে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো: মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়নের তারিখ ৪ নভেম্বর থেকে ৫ নভেম্বর এবং সোনালী সেবার মাধ্যমে টাকা/ফি জমা দেয়ার তারিখ ৬ নভেম্বর থেকে ৭ নভেম্বর করা হয়েছে।

উল্লেখ্য, আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ (যেমন- ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি) করতে পারেনি ওই সকল কাজও সম্পন্ন করতে পারবে।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement