০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

রয়েল ইউনিভার্সিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রয়েল ইউনিভার্সিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত - সংগৃহীত

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মুশফিকুর রহমানের সভাপতিত্ত্বে সভায় বক্তব্য রাখেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মুজাক্কিরুল হুদা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক মুরাদ হাসান, হোটেল ট্যুরিজম ডিপার্টমেন্টের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক মলয় কুমার সরকার, ইংরেজি বিভাগের চেয়ারপারসন সহযোগী জহরত আরা।

সভায় আলোচকরা শিক্ষকদের জীবনমান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচকরা বলেন, ‘শিক্ষকদের মান, মর্যাদা ও কাজের স্বীকৃতির জন্যই শিক্ষক দিবস পালনের মূল উদ্দেশ্য। শিক্ষকদের নিয়োগ, বেতন-ভাতা এবং কর্মপরিবেশ সম্পর্কে ইউনেস্কোর একটি সুপারিশ রয়েছে। তবে দুঃখজনকভাবে, আমাদের দেশে শিক্ষকদের বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। বিদেশে শিক্ষকদের জন্য আলাদা বেতন-ভাতা নির্ধারণ করা হয়, কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই।’

তারা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, শিক্ষায়তনগুলোতে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আহ্বান জানান।

তারা বলেন, ‘আমরা শিক্ষকেরা আমাদের শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। এ বিষয়েও আরো বেশি দায়িত্বশীল হতে হবে।’

সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মুশফিকুর রহমান বলেন, ‘সমাজের শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেয়া উচিত। শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’

আলোচনা সভার সঞ্চালনা করেন কলা অনুষদের ডিন ডক্টর মুহাম্মদ আবু বকর সিদ্দিক (দিপু সিদ্দিকী)।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
জবি ক্যাম্পাসে শুধু প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার ম্যুরাল থাকবে শহীদ আবরার ফাহাদ জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী পাইকগাছার কপোতাক্ষের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন জামায়াতের মওলানা ভাসানীর জীবনী সকল পাঠ্যপুস্তকে থাকা দরকার : ফরিদা আখতার বগুড়ার শেরপুরে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত কাশিয়ানীতে ২০টি বাড়িঘরে প্রতিপক্ষের ভাঙচুর, লুটপাট হোসেনপুরে যুবলীগ নেতা বাচ্ছু গ্রেফতার সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র কারাগারে ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান বিএনপির যুবলীগ নেতাকে বৈদ্যুতিক খাম্বায় বেঁধে জুতাপেটা করার অভিযোগ হাইকোর্টের ৩০ বিচারপতির পদত্যাগে আইনজীবীদের আল্টিমেটাম

সকল