২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আইন ও ন্যায্যতার ভিত্তিতেই জবি পরিচালিত হবে : নবনিযুক্ত ভিসি

- ছবি - ইউএনবি

আইন ও ন্যায্যতার ভিত্তিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিচালিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মো: রেজাউল করিম।

আজ বৃহস্পতিবার নিজ কর্মস্থলে যোগদানকালে তিনি এ কথা বলেন।

ভিসি বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি সবাইকে, ইচ্ছাকৃত কোনো অন্যায্য কাজ করব না। তবে মানুষ হিসেবে ভুল-ত্রুটি হতে পারে। কিন্তু আমার কাছে এসে তা ধরিয়ে দেবেন। আমি নিজেকে সংশোধন করিয়ে নিব।’

তিনি আরো বলেন, ‘আমাদের সব কাজের মূল হলো শিক্ষার্থীরা। তাই সব কিছুর উর্ধ্বে আমরা শিক্ষার্থীদের স্বার্থকেই যেন স্থান দেই। একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আমরা সবাই চেষ্টা করব।’

অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জুলাই বিপ্লবের শহীদ সব ছাত্র-জনতাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখনো অনেকে হাসপাতালের চিকিৎসাধীন আছেন, তাদের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজ ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা। আপনাদের সাথে নিয়ে আমরা সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাব।’

এর আগে সকাল সাড়ে ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো: রেজাউল করিম কর্মস্থলে যোগ দেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement