২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চুরি হয়ে গেছে বেশির ভাগ সরঞ্জাম

এটা কিভাবে সম্ভব হলো

-

যথাযথ তদারকি ও নিরাপত্তাব্যবস্থার অভাবে উদ্বোধনের এক বছর না পেরোতে চুরি হয়ে গেছে সোনারগাঁয়ের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর এবং বিজয় পার্কের বেশির ভাগ সরঞ্জাম। গত বছর অক্টোবর মাসে এ স্মৃতি জাদুঘর ও বিজয় পার্কটি উদ্বোধন করা হয়। ১৯৭১ সালে সোনারগাঁ উপজেলার প্রত্যন্ত এলাকা সনমান্দী প্রাইমারি স্কুলমাঠে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে একটি উপ-প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়। সেটির স্মৃতি ধরে রাখতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে এ স্মৃতি জাদুঘর ও পার্কটি নির্মাণ করা হয়। তবে স্থাপনাটির কোথাও লিপিবদ্ধ নেই- কী কারণে এটি নির্মিত হয়েছে। একটি সহযোগী দৈনিকের সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থাপনাটির প্রবেশমুখের কলাপসিবল গেট খুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রবেশমুখের দু’পাশের নির্মিত দু’টি টয়লেট ও ওয়াশরুমের দরজা, থাই গ্লাসের পার্টিশন, তিনটি সিরামিকের বেসিন, ছয়টি পানির কল, চারটি লুকিং গ্লাস, দু’টি সিলিং ফ্যান, দু’টি ফোকাস লাইট, ১২টি রঙিন লাইট চুরি হয়ে গেছে। স্থাপনাটির দেয়াল কেটে নিয়ে গেছে মূল্যবান বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক সুইচ, শিশুদের জন্য স্থাপিত এসএসের তৈরি দোলনার বিভিন্ন অংশ ও স্লিপারের বিভিন্ন অংশ চুরি হয়ে গেছে। বিজয় পার্কে নির্মিত স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। ওয়াশরুমগুলোয় স্থানীয়রা জ্বালানির জন্য ব্যবহৃত গাছের পাতা মজুদ রেখেছেন।
এলাকাবাসী জানান, রাত হলে এখানে মাদকাসক্তদের আড্ডা বসে। মূলত তারা এসব চুরি করে নিয়ে গেছে। এটি নামে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও বিজয় পার্ক হলেও এখানে দু’টি টয়লেট, একটি স্মৃতিস্তম্ভ, শিশুদের জন্য একটি দোলনা ও একটি স্লিপার ছাড়া জাদুঘর বলতে আর কিছু নেই। মুক্তিযোদ্ধার সন্তান কবি শাহেদ কায়েস জানান, মুক্তিযুদ্ধের সময় এখানে একটি উপ-প্রশিক্ষণকেন্দ্র ছিল। সেই স্মৃতি রক্ষার্থে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এটির নাম দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, অথচ এখানে কোনো জাদুঘরই নেই। এই প্রশিক্ষণকেন্দ্রের দায়িত্বে যারা ছিলেন, তাদের ছবি ও পরিচিতি দিয়ে একটি কক্ষে জাদুঘর নির্মাণ করা যেত। কিন্তু এটি না করে করা হয়েছে বিজয় পার্ক।
এলজিইডি সোনারগাঁ উপজেলা প্রকৌশলী রেজাউল হক বলেন, প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বিজয় পার্কটি নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর ও বিজয় পার্ক সারা দেশে একই ডিজাইনে করা হয়েছে, তাই এখানে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণকেন্দ্রের ইতিহাস আলাদাভাবে উপস্থাপন করা হয়নি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘর ও বিজয় পার্ক সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
সরকারি সম্পত্তি দেখাশোনা করতে হয়। কথায় আছে, ‘সরকারকা মাল দরিয়ামে ঢাল’। সরকারি সম্পত্তি দেখাশোনা করতে একজন সরকারি কর্মকর্তা থাকেন। এ ক্ষেত্রে কেউ দায়িত্ব পালন করেননি। এরকম যেন আর না হয়।


আরো সংবাদ



premium cement
মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করব : ড. ইউনূস ‘দিনে দাওয়াতি কাজ করতে হবে আর রাতে আল্লাহর সাহায্য চাইতে হবে’ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রাণি ও পরিবেশের জন্য বড় হুমকি নতুন পর্যটন গন্তব্যের সন্ধান করছে সরকার : হাসান আরিফ বানারীপাড়ায় হত্যা ও প্রতারণা মামলায় গ্রেফতার ২ রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম ‘ট্রাম্পের সাথে অভিন্ন ক্ষেত্র খুঁজে পাবেন অধ্যাপক ইউনূস’ তাজিকিস্তানকে হারাল বাংলাদেশ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : মির্জা ফখরুল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন আলাল

সকল