অবিলম্বে তা দূর করুন
- ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০৫
একটি সহযোগী দৈনিকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় অনিয়মে অযোগ্য মৎস্যজীবী সমিতিকে বিল ইজারা দেয়ার অভিযোগ। জেলা প্রশাসক ও সরকারি জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে ১০ ডিসেম্বর অভিযোগ দেন সেন্দ শিলাউর মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক রব্বান মিয়া। ১৪৩১-৩৬ বঙ্গাব্দ মেয়াদে ৩১৭.৩৮ একর আয়তনের দু’গাংগী বিল ইজারা দেয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবেদন আহ্বান করা হয়। গত ১৫ নভেম্বর অনলাইনে বিল ইজারা পাওয়ার আবেদন করেন তারা। এ ছাড়াও দু’টি মৎস্যজীবী সমিতি আবেদন করে। এর মধ্যে তাদের সমিতি সর্বোচ্চ ১৫ লাখ ৫০ হাজার টাকা দর দেয়। দ্বিতীয় দর ১৫ লাখ ২৮ হাজার টাকা দেয় বার আউলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি। তৃতীয় দরদাতা হচ্ছে ভাই ভাই মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এই সমিতি ১১ লাখ ৯৪ হাজার টাকা দর দেয়; কিন্তু দরে দ্বিতীয় হওয়া, বার আউলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে ইজারার জন্য মনোনীত করে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। রব্বান মিয়া জানান, অনিয়মের মাধ্যমে বিল ইজারা জানতে পেরে ৭ ডিসেম্বর প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ১০ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে বার আউলিয়া সমিতির ইজারা বাতিলের আবেদন করেন তারা; আবেদন আমলে না নিয়ে ১২ ডিসেম্বর বার আউলিয়া সমিতির পক্ষে মন্ত্রণালয়ে প্রস্তাবে ‘জলমহালের তীরবর্তী’ বলে উল্লেখ করা হয়।
বিল দু’গাংগী জলমহালের ৮৫ শতাংশ সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ, বিরামপুর, সুলতানপুর, মহিউদ্দিনগর ও শাহপুর মৌজায় অবস্থিত। সেন্দ শিলাউর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডও রামরাইল এবং সুলতানপুর ইউনিয়নে অবস্থিত। বার আউলিয়া সমিতি শুধু রামরাইল ইউনিয়নের মধ্যে রয়েছে। সেই হিসাবে বিলটি সেন্দ শিলাউর মৎস্যজীবী সমিতির সদস্যদের বাড়ির নিকটবর্তী ও তীরবর্তী; উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি তীরবর্তীর সঠিকভাবে তদন্ত না করে বার আউলিয়া সমিতির পক্ষে পাতানো তদন্ত প্রতিবেদন দেয় বলে অভিযোগ করা হয়। বার আউলিয়া সমিতির ২৭ সদস্যের মধ্যে পাঁচজন বিদেশে রয়েছেন। চারজন সদস্যপদ বাতিল করেছেন এবং একজন মারা গেছেন। সে কারণে, তাদের আবেদন সরকারি জলমহাল নীতি-২০০৯ এর ৭(২) অনুচ্ছেদ অনুসারে সঠিক হয়নি।
এই সমিতির অডিট করে উপজেলা সমবায় অফিস। উপজেলা সমবায় কর্মকর্তা বলেন, ‘আমাদের অফিসার অডিট করে রিপোর্ট দিয়েছেন। বিদেশে বা মারা গেছে কি না, তদন্ত করে দেখলে বলা যাবে।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ বলেন, ‘অতি নিকটবর্তী বলে বার আউলিয়া সমিতিকে বাছাই করা হয়েছে। নীতিমালা অনুসারে দিয়েছি। বেশি টাকা দিলে দেয়া যাবে, তেমন নয়। কাছে যারা, তাদের অগ্রাধিকার।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা