২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
সড়কের ওপর হাটবাজার

ঝুঁকি নিয়ে বিকিকিনি কেন?

-

সহযোগী একটি বাংলা দৈনিকের বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শাকপুরা চৌমুহনীতে সড়কেই বসে বাজার। সপ্তাহে দু’দিন সড়কজুড়ে বসা বাজারের কারণে সৃষ্টি হয় যানজটের। এতে ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় যাতায়াতকারীদের। প্রাণের ঝুঁকি নিয়ে চলে বেচাকেনা। জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় বসা বাজারটি ইজারা দেয় স্থানীয় উপজেলা পরিষদ। তবে এর নির্দিষ্ট জায়গার কোনো হদিস নেই। ফলে শেড নির্মাণ করে দিতে পারছে না বোয়ালখালী উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বাজারটির নির্ধারিত জায়গা রয়েছে বলে জানি। জায়গাটি শনাক্ত করা গেলে এর জন্য শেড নির্মাণ করে দেয়া হবে। জায়গাটি কোথায়, তা খুঁজে বের করা হবে। এ দিকে, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় বর্তমানে বাজারটি বসছে। নিয়মানুযায়ী, সড়ক ও মহাসড়কের আশপাশের জায়গা খালি রাখতে হয়। এতে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। স্বার্থান্বেষী মহল সড়কে বাজার বসিয়ে অন্যায় ফায়দা লুটছে। এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে।’
সরেজমিন দেখা গেছে, রায়খালী ব্রিজ থেকে শাকপুরা কলেজ পর্যন্ত বিক্রেতারা আরাকান সড়কের দুই পাশে পণ্যের পসরা নিয়ে বসেন। ক্রেতারা সড়কের ওপর দাঁড়িয়ে পণ্য কেনেন। ক্রেতা-বিক্রেতার ভিড় থাকে প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত। এ সময় সারি সারি গাড়ি জটলা বেঁধে দাঁড়িয়ে থাকে। এ ছাড়া গাড়ির ধাক্কায় এতে চাপা পড়ে দুর্ঘটনার শিকার হন পথচারীরা। স্থানীয়রা জানান, প্রত্যহ সন্ধ্যা থেকে সড়কের দুই পাশে টানা থাকে বৈদ্যুতিক তার। বিক্রেতারা এই তার থেকে জ্বালান লাইট। এই তারের সংস্পর্শে গত বছর দুই মাছ বিক্রেতা এখানে নিহত হয়েছিলেন। তা ছাড়া, আহতও হয়েছেন বেশ কয়েকজন। বাজারে সবজি ও মাছ কিনতে আসা মো: শফিকুল আলম বলেন, উপজেলার অন্যান্য বাজারের তুলনায় শাকপুরা চৌমুহনী বাজারে সস্তায় বিভিন্ন পণ্য পাওয়া যায়। তবে সড়কে যানবাহনের সাথে পাল্লা দিয়ে দাঁড়িয়ে বাজার করাটা অস্বস্তিকর। নির্ধারিত শেড নেই, এর ব্যবস্থাপনাও খুবই বাজে। সবজি বিক্রেতা ঈদু আলম জানান, তিনি দীর্ঘদিন যাবত এ বাজারে সবজি বিক্রি করতে আসেন। সড়কের সাথে লাগিয়ে বাঁশ ও পলিথিন দিয়ে অস্থায়ী শেড বানিয়ে তারা সবজি বিক্রি করেন। গত বছরের কয়েকটি দুর্ঘটনা এখনো মনে গেঁথে আছে। তিনিও নিরাপদে বসতে চান এই বাজারে। এ জন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। শাকপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, সড়কের ওপর বাজার বসার কারণে যানজটসহ চলাচলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বাজারটির জন্য নির্ধারিত একটা জায়গার প্রয়োজন। শাকপুরা কলেজের সামনে বাজারের নির্ধারিত জায়গা রয়েছে যা ইউএনও এবং এসি ল্যান্ড জানেন। ওই জায়গায় বাজারের জন্য শেড তৈরি করা হলে এ সমস্যার সমাধান হয়ে যাবে।’


আরো সংবাদ



premium cement
ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সকল