২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
১৬ বছরে মাত্র ৯টি কারখানা

মেহেরপুরের সম্ভাবনা কেন নষ্ট হচ্ছে?

-

একটি সহযোগী দৈনিকের মেহেরপুর প্রতিনিধি জানান, উদ্যোক্তাদের অনীহা ও বিসিক কর্মকর্তাদের উদাসীনতার কারণে কোনো রকমে চলছে মেহেরপুর বিসিক শিল্পনগরী। মেহেরপুরে শিল্পনগরী গড়ে ওঠার অপার সম্ভাবনা থাকলেও নানা সমস্যার কারণে গুটিকয়েক ক্ষুদ্র কারখানা নিয়ে কোনো রকমে টিকে আছে বিসিক শিল্পনগরী। ২০০৬ সালে চালু হওয়া এই শিল্পনগরী মাত্র ৯টি শিল্পপ্রতিষ্ঠান নিয়ে পথ চলছে।
ক্ষুদ্র পুঁজিতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পুলিশ লাইনের সামনে ১০ একর জমির ওপর ২০০৬ সালে ৭০টি প্লট নিয়ে চালু হয় এই শিল্পনগরী। এ পর্যন্ত এখানে ৩৫টি শিল্প ইউনিটের জায়গায় ৬৮টি প্লট বরাদ্দ দেয়া হয়। খালি আছে দু’টি প্লট। ২০১৪ সালের মধ্যে ৬৪টি প্লটই বিক্রি হয়ে যায়। শর্ত অনুযায়ী, ১৮ মাসের মধ্যে উদ্যোক্তাদের উৎপাদনে যেতে হবে; কিন্তু ২০১৬ সালের মধ্যে চালু হয় মাত্র আটটি শিল্পপ্রতিষ্ঠান। এর মধ্যে দু’টি প্রতিষ্ঠান চালুর দুুই বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। পরে আরো তিনিটি প্রতিষ্ঠান চালু হয়। বর্তমানে ৯টি কারখানা এখানে কোনো রকমে টিকে আছে।
উদ্যোক্তাদের অভিযোগ, যেসব সুযোগ-সুবিধা দেয়ার কথা ছিল বিসিকে, তার কোনোটিই পাচ্ছেন না তারা। পর্যাপ্ত বিদ্যুৎ, ড্রেনেজ, সীমানাপ্রাচীর, নিরাপত্তামূলক ব্যবস্থাসহ নানা সমস্যা রয়েছে এখানে। তা ছাড়া কর্মকর্তাদের সহযোগিতাও তেমন একটা পাওয়া যায় না। তাই ইচ্ছা থাকলেও এখানে অনেকেই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে ভরসা পান না। শর্ত অনুযায়ী, ১৮ মাসের মধ্যে বরাদ্দ পাওয়া প্লটে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে না পারলে বরাদ্দ বাতিলের নিয়ম থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে নতুন শিল্প উদ্যোক্তারা বঞ্চিত হচ্ছেন। আবার যে কারখানাগুলো বন্ধ, সেগুলোর খোঁজখবর রাখেন না কর্মকর্তারা। রাতে মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। কারণ নেই কোনো নিরাপত্তাব্যবস্থা।
মেহেরপুর বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা সমিতির সভাপতি বলেন, বিসিক কর্মকর্তাদের সাথে সমন্বয়ের অভাবে বিসিকে কোনো শিল্প কল-কারখানা গড়ে উঠছে না।
মেহেরপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক বলেন, ‘আরো শিল্পপ্রতিষ্ঠান উদ্যোক্তাদের ব্যাংক ঋণ সুবিধা দিলে আরো শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠত। নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতো। আমাদের বাণিজ্যিক অবস্থা এগিয়ে যেত।’
মেহেরপুর বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) বলেন, প্লট কিনে যারা শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলছেন না, তাদের গত ৩০ আগস্ট কাজ শুরু করা ও বকেয়া সার্ভিস চার্জ পরিশোধের নোটিশ দেয়া হয়েছে। শিল্প উদ্যোক্তাদের কাছে বিসিকের ৫০ লাখ টাকার অধিক সার্ভিস চার্জ আজো বকেয়া রয়েছে। তবে যাদের এখানে প্লট রয়েছে তারা শিল্প গড়তে নয়, অধিক দামে অবৈধভাবে প্লট বিক্রয়ে আগ্রহী।


আরো সংবাদ



premium cement
সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’

সকল