২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
দুর্ভিক্ষের শঙ্কা জনমনে ছড়িয়ে পড়ছে

দরকার আগাম বাড়তি প্রস্তুতি

-

দেশবাসীকে সম্ভাব্য দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব অল্প সময়ের মধ্যে একাধিকবার তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। সর্বশেষ গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ভার্চুয়াল বক্তৃতায় তিনি সেই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশবাসীকে খাদ্য উৎপাদন আরো বাড়ানো ও সংরক্ষণের আহ্বান জানান। প্রতিটি পরিবারকে সাধ্যমতো সঞ্চয় করারও পরামর্শ দেন তিনি।
সাধারণত রাষ্ট্রনেতারা দেশের জনগণকে এ ধরনের সতর্কবার্তা দেন না। তারা পরিস্থিতি সামাল দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং মানুষকে আশাবাদের কথা শোনান। কারণ, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্ভিক্ষের শঙ্কা প্রকাশ করা হলে জনমনে আতঙ্ক ছড়াতে পারে। বাস্তবে হচ্ছেও তাই। মানুষ আতঙ্কিত হচ্ছে। হাট-বাজার, অফিস-আদালত, যানবাহনে- সর্বত্র মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে আসন্ন দুর্ভিক্ষ প্রসঙ্গ। বলাবলি হচ্ছে, সামনে কঠিন দিন আসছে। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আশঙ্কা সাধারণ মানুষের।
পরিস্থিতি যে এখনই নিয়ন্ত্রণে নেই তার আলামত নানাভাবে স্পষ্ট। রিজার্ভ কমে যাওয়া, সরকারের কৃচ্ছ্রতার নীতি ঘোষণা, ব্যাংকব্যবস্থায় টানাপড়েন, মূল্যস্ফীতির উল্লম্ফন ও নিত্যপণ্যের অগ্নিমূল্যে মানুষের কাছে সম্ভাব্য সঙ্কটের আভাস স্পষ্ট। গত ১৪ বছরে কোটি কোটি টাকা ব্যয়ে চাহিদার চেয়ে বেশি উৎপাদন সক্ষমতা অর্জনের পরও সারা দেশে বিদ্যুৎ সরবরাহে যে লেজেগোবরে অবস্থা সেটিও জনগণকে সরকারের ব্যবস্থাপনার দুর্বলতা সম্পর্কে ধারণা দিচ্ছে। সেই সাথে যুক্ত হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর সতর্কবাণী।
খাদ্যমন্ত্রী বলেছেন, মহামারীর ধকল ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ^জুড়ে সঙ্কট বেড়েছে। খাদ্যনিরাপত্তা এখন সবচেয়ে আলোচিত বিষয়। তবে আশ^স্ত করেছেন কৃষিমন্ত্রী। তিনি সরকারের খাদ্য মজুদের পরিমাণ উল্লেখ করে বলেছেন, এই মুহূর্তে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা নেই। কৃষিমন্ত্রী জানান, ‘এখন চালের মজুদ আছে ১৫ লাখ টন, গম আছে এক লাখ টনের বেশি। এবার আমনের ফলনও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে এমন আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের আশঙ্কার কথা বলে সতর্ক হতে বলেছেন। কিন্তু আমাদের প্রস্তুতির কারণে খাদ্যের সঙ্কট হবে না। চালের দামও বাড়বে না।
কৃষিমন্ত্রীর কথায় ভরসা করতে পারলে কতই না ভালো হতো! কিন্তু সাধারণ মানুষ সরকারের কথায় খুব একটা ভরসা রাখতে পারছে না। দেশের সর্বাধিক পঠিত জাতীয় দৈনিকের অনলাইন ভোটে পাঠকের প্রতিক্রিয়া তারই প্রতিফলন। প্রশ্ন ছিল- ‘কৃষিমন্ত্রী মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে কোনো খাদ্যসঙ্কট হবে না, হাহাকার হবে না, দুর্ভিক্ষ হবে না। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জ্বালানি ছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তার এ বক্তব্যে আপনার আস্থা আছে কি?’ বুধবার দুপুর ১২টা পর্যন্ত দৈনিক প্রথম আলোর এই চকিত জরিপে অংশ নেয়া পাঠকের ৯৩ শতাংশ নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। পক্ষে প্রতিক্রিয়া পড়েছে মাত্র ৭ শতাংশ পাঠকের। অর্থাৎ ৯৩ শতাংশ পাঠকের কৃষিমন্ত্রীর বক্তব্যে আস্থা নেই।
দেখা যাচ্ছে, মানুষের আশ^স্ত হওয়ার কোনো কারণ আর অবশিষ্ট থাকছে না। দফায় দফায় জিনিসের দাম বাড়িয়ে চলেছে সরকার। মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার উপক্রম। গত ১৪ বছর প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর, হরতালের মতো অর্থনীতির জন্য নেতিবাচক কোনো কার্যক্রম ছিল না। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ ও ক্ষেত্রবিশেষে মানবাধিকারের প্রতি উপেক্ষা দেখিয়েছে সরকার। তারপরও দেশ পরিচালনায় তাদের ব্যবস্থাপনার দুর্বলতা চাপা থাকেনি। এখন আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এবং জনদুর্ভোগ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ সক্রিয়। ফলে আরো চাপে পড়বে সরকার। তবে সম্ভাব্য দুর্ভিক্ষের জন্য আগাম বাড়তি প্রস্তুতির বিকল্প নেই।


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সকল