অবিলম্বে খুঁজে বের করুন
- ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
সহযোগী একটি দৈনিকের সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানিয়েছেন সংখ্যালঘু তিন ভাই হঠাৎ নিখোঁজ হবার ব্যাপারে। ৯ দিনেও তাদের কোনো খোঁজ মেলেনি। তাদের পরিবারের মোট সদস্য ১৫ জন। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ভূজারি পাড়ায় তারা থাকতেন।
বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থার চাপে তারা নিরুদ্দেশ বলে অভিযোগ। তাদের ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে এখন তালা ঝুলছে। তাদের সরব বাড়িতে বর্তমানে নীরবতা বিরাজ করছে। পুলিশের দাবি, তাদের পরিবারের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে। অকস্মাৎ উধাও হয়ে যাওয়া পরিবারগুলোর বাড়িঘরের নিরাপত্তার স্বার্থে স্থানীয় ইউনিয়ন পরিষদ পাহারার ব্যবস্থা করেছে গ্রামপুলিশ দিয়ে। বোতলাগাড়ির ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের পাশের ভূজারি পাড়ার তিন ভাইয়ের নাম- কমল, পরিমল ও নির্মল চন্দ্র সূত্রধর। কমল দিনমজুর, পরিমল পোড়ার হাটে মিষ্টির দোকানি এবং নির্মল স্থানীয় একই হাটে বড় ব্যবসায়ী। তিনি ধান-চাল, গম, ভুট্টার ব্যবসায়ী। তাকে মোটা ঋণ নিতে হয়েছে ব্র্যাক, আশা, গাক, পল্লী দারিদ্র্য বিমোচন, টিএমএসএস প্রভৃতি এনজিও থেকে। ফলে তার ঋণের বোঝা এখন ভারী। বিভিন্ন সূত্র জানায়, তার ঋণ প্রায় তিন কোটি টাকা।
জানা গেছে, ঋণদাতা প্রতিষ্ঠান চাপ দিলে গত ২৩ আগস্ট রাতে তিন ভাই সপরিবারে হয়ে যান লাপাত্তা। একজন পাওনাদার জানান, ধান চালের কারবারি নির্মলের কাছে তিনি ধান বিক্রি বাবদ ৩০ লাখ টাকা পান। তাদের সন্ধান না মেলায় তিনি উদ্বিগ্ন। জানা যায়, কয়েকজন ধান ব্যবসায়ীর কাছে নির্মল ৫১ লাখ টাকা ঋণী। উন্নয়ন সংস্থা ব্র্যাকের একজন কর্মকর্তা বলেন, নির্মল সূত্রধর তাদের কাছে চার লাখ টাকা দেনা এবং এর মাসিক কিস্তি ৩৮ হাজার টাকা। কিন্তু তাকে বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান, কোথাও পাওয়া যায়নি। সৈয়দপুরের ওসি তাদের নিখোঁজ হওয়া নিশ্চিত করে পুলিশের অনুসন্ধানের কথা জানান। তিনি আশা করছেন, ‘শিগগিরই’ তাদের হদিস মিলবে।
অবিলম্বে এ তিন ভাইকে পরিবারসহ খুঁজে বের করা জরুরি বলে আমরা মনে করি। অন্যথায়, ঋণ ও বিক্রি বাবদ পাওনাদাররা অসুবিধায় পড়বেন এবং জটিলতা বাড়বে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা