অবিলম্বে আতঙ্ক দূর করুন
- ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
দৈনিক নয়া দিগন্তের মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানিয়েছেন, সেখানে বঙ্গবন্ধু শিল্পনগর-বড়তাকিয়া সড়কে ছিনতাই আতঙ্ক বিরাজমান। ফলে এ পথে যাতায়াতকারীদের মাঝে গভীর উদ্বেগ বিরাজ করছে। এ সড়কের সরকারটোলায় ছিনতাইকারীরা বেপরোয়া মাসের পর মাস। তারা সুযোগ পেলেই নিরীহ পথচারীদের জিম্মি করে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিচ্ছে।
সর্বসাম্প্রতিক এক প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, গত ২৭ আগস্ট শনিবার ভোর ৬টায় বিএসআরএম শিল্প প্রতিষ্ঠানের সিনিয়র কর্মচারী ইয়াছিনকে (৪২) কুপিয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে আহত করে তার দামি জিনিসপত্র ছিনতাই করেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে মিরসরাই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি জানিয়েছেন, বাড়ি থেকে তার অফিসে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। তখন পূর্বোক্ত সরকারটোলা এলাকায় হঠাৎ তিন ব্যক্তি প্রকাশ্য রাস্তায় ছুরি হাতে দাঁড়ায় এবং তাকে কোপাতে থাকে। তিনি পড়ে গেলে ওরা মোটরবাইক ও জিনিসপাতি নিয়ে পালিয়ে যায়।
এর আগে ২৯ জুলাই বঙ্গবন্ধু শিল্পনগর থেকে রাতে ফেরার সময় সড়কের সরকারটোলায় তিনজন ছিনতাইয়ের শিকার হন। দুষ্কৃতিরা আগে থেকেই সড়কের পাশে ওঁৎ পেতে ছিল। ওদের ৮-১০ জন ওই তিনজনের মোটরবাইকের গতিরোধ করতে চায়। কিন্তু তারা না থামলে লাঠি দিয়ে একজনকে পেছন থেকে মারাত্মকভাবে আহত করে। কোনোমতে প্রাণে রক্ষা পেয়েছেন তিনজন।
১৫ আগস্ট দু’জন মোটরসাইকেলে যাওয়ার সময় একই সরকারটোলায় আক্রমণের শিকার হন। অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়া হয়। আরোহীদের মোবাইল ও টাকা-পয়সাও ছিনিয়ে নেয়া হয়েছিল। পরদিন সেখানে পুনরায় দুর্বৃত্তদের অনুরূপ হামলার ঘটনা ঘটেছে। মিরসরাই উপজেলার মঘাদিয়ার দু’ভাই যাচ্ছিলেন মোটরসাইকেলে। তখন যানটি ছাড়াও মোবাইল-মানিব্যাগও দুর্বৃত্ত দল ছিনতাই করেছে। আহত ভ্রাতৃদ্বয় বর্তমানে হাসপাতালে। তারা মিরসরাই থানায় অভিযোগ করেছেন এ ব্যাপারে। এর আগেও সরকারটোলায় অটোরিকশা ছিনতাই করা হয়। কিছু দিন আগে সেখানে জনৈক পিকআপ চালক ও তার সহযোগীর গলায় ছুরি ধরে মোবাইল ও টাকা ছিনতাই করা হয়েছে। তারা থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
জানা গেছে, বড়তাকিয়া-শিল্পনগর সড়কের সরকারটোলার ব্রিজের পাশে প্রায়ই চুরি-ডাকাতি ও ছিনতাই ঘটছে। ভোরেই শুরু হয় এসব অবাঞ্ছিত ঘটনার তাণ্ডব। মঘাদিয়ার ইউপি চেয়ারম্যান বলেছেন, ‘এখানে একই স্থানে বারবার ছিনতাই করা হচ্ছে। থানাও এ ব্যাপারে জানে। কাছেই বঙ্গবন্ধু শিল্পনগরে অনেক বিদেশী ব্যবসায়ী ও বিনিয়োগকারী আসেন। ছিনতাইয়ের প্রভাব তাই শিল্পনগরের ব্যবসার ওপরও পড়বে।’ মিরসরাই থানার ওসি জানান বিষয়টাকে গুরুত্ব দেয়ার কথা। তিনি আশাবাদী, দ্রুতই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’ আমরাও সে প্রত্যাশা করছি। অন্যথায় জনমনে সৃষ্ট আতঙ্ক রয়েই যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা