২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিপুল অঙ্কের উৎকোচ আদায়ের অভিযোগ

-

একটি সহযোগী দৈনিক জানায়, উত্তরাঞ্চলে ঠাকুরগাঁওয়ে আরএস খতিয়ানের (সংশোধিত) ভূমি জরিপ ও ভূমি নকশার কাজে অনিয়ম এবং লাখ লাখ টাকা ঘুষ বা উৎকোচ হিসেবে আদায় করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ভুক্তভোগীদের বক্তব্য, মাঠপর্যায়ে এই নকশার কাজে আগত জরিপকারী বা সার্ভেয়ার প্রতি শতাংশ জমির ভিত্তিতে মোটা অঙ্কের টাকা আদায় করে নিচ্ছেন ঘুষ হিসেবে। আর প্রশাসনের কথা হলো, অভিযোগ ‘সুনির্দিষ্ট’ হলে উপযুক্ত পদক্ষেপ গৃহীত হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর মৌজার জনৈক বাসিন্দার অভিযোগ, জমির নকশার কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তার বসতভিটার কাজে এসে একটি টোকেন দিয়ে রাতে তাদের ভাড়া করা বাসায় সাক্ষাৎ করার জন্য বলে যান। শহরের শান্তিনগর এলাকায় জরিপের কাজে তাদের ছয়জন থাকেন। পাঁচ শতাংশ জমি জরিপের অন্তর্ভুক্ত করতে রাতে দেখা করলে সংশ্লিষ্ট জরিপকারী বলেছেন, ‘আপনার জমি সরকারের খাস খতিয়ানভুক্ত। তাই ১৫ হাজার টাকা দিতে হবে।’ এটা শুনে সে বাড়ির মালিকের মধ্যস্থতায় রফা করা হয় সাত হাজার টাকার বিনিময়ে। অবশ্য এ মালিক পরে বলেন, ‘আমি কেবল ওদের কাছে বাড়ি ভাড়া দিয়েছি। ঘুষের কারবারে আমি জড়িত নই।’ এ দিকে ভুক্তভোগী জানান, সাত হাজার টাকা ধার নিয়ে দেনা করে দিতে হয়েছে জমির জন্য। কেবল তিনিই নন, শান্তিনগরের একজন ও তার বোনসহ কয়েকজন এবং জগন্নাথপুরের বহু ব্যক্তি বলেন, ‘জরিপের নামে প্রচুর ঘুষের লেনদেন চলছে।’ এমন অভিযোগ সেখানে নিযুক্ত সব জরিপকারীর বিরুদ্ধেই।
কর্তৃপক্ষ জানিয়েছে, সদর উপজেলার জগন্নাথপুর মৌজাতে ভূমির নকশা জরিপ আরম্ভ হয়েছে ২০০৭-০৮ সালে। অধিকাংশ কাজ হলে তা বন্ধ হয়ে গিয়েছিল। গত মাসে আবার একই মৌজার দুই হাজার ৪৪টি দাগের ৯৩৭ একর জমির জরিপে হাত দেয়া হয়েছে। সর্দার আমিন, বদর আমিন ও চেইনম্যানসহ তিনজন হিসাবে ২৮টি গ্রুপ মাঠে এ কাজ করছে। মালিকের কাগজপত্র ও জমির দখল প্রদর্শন সাপেক্ষে জমি রেকর্ড করার কথা। তবে বিরাট অঙ্কের ঘুষ দিয়ে সরকারি খাস খতিয়ানের জমিও কথিত দখলদারদের নামে ঢোকানোর মারাত্মক অভিযোগ উঠেছে। জানা যায়, শতাংশ হিসাবে এক হাজার টাকা করে এবং যে জমির কাগজে গরমিল আছে, তার জন্য প্রতি শতাংশের তিন থেকে পাঁচগুণ ঘুষ দিতে হয়। এ জন্য সব গ্রুপের রয়েছে দালাল চক্র। এবার এ টাকা ফেরতের দাবিতে জরিপকারীদের ভাড়া করা স্থানীয় বাসা ঘেরাও করা হয়েছে। একজন মহিলা জানান, তার জমি রেকর্ডের নামে তিন হাজার টাকা নেয়া হলেও চাপ দিয়ে তা ফেরত পেয়েছেন। আর অভিযুক্তরা বলছেন, কাজের বিনিময়ে খুশি হয়ে কেউ দিলে তা দোষের নয়। আমরা কাগজপত্র মোতাবেক সঠিকভাবেই আমাদের কাজ করছি।’ উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার বলেন, ‘কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। জরিপের আগে সে মৌজাতে সবাইকে সাবধান করে, টাকা পয়সা লেনদেন না করার জন্য মাইকে বলা হয়েছে।’ ইউএনওর কথা, ‘অভিযোগ পেলে যথানিয়মে ব্যবস্থা গ্রহণ করা হবে’।
আমরা উৎকোচ গ্রহণ তথা যাবতীয় অনিয়মের ব্যাপারে আশু তদন্তের জোর দাবি জানাই।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল