২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
সারা দেশে আইনশৃঙ্খলার হঠাৎ অবনতি

অপরাধীদের আইনের আওতায় আনুন

-

আইনশৃঙ্খলার দিক থেকে যেকোনো দেশের রাজধানী শহর থাকে সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু আমাদের দেশে খোদ রাজধানী ঢাকাতেই গত কয়েক দিনে ঘটেছে বেশ কয়েকটি লোমহর্ষক ঘটনা। লক্ষণীয়, ঢাকায় হঠাৎ করে বেড়েছে খুনোখুনি। বেপরোয়া হয়ে ওঠা সন্ত্রাসী ও ছিনতাইকারীরা মুহূর্তেই কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। দেশের নানা প্রান্তেও ঘটছে নৃশংস অনেক ঘটনা। অবস্থার এতটাই অবনতি হয়েছে যে, রাস্তায়, এমনকি বাসায় ঢুকেও অবলীলায় হত্যার ঘটনা ঘটাচ্ছে খুনিরা। হত্যার শিকার হয়েছেন বিদেশী নাগরিকও। এসব ঘটনায় নিশ্চিত, সাম্প্রতিক সময়ে ছিনতাই-ডাকাতির মতো অপরাধ বেড়ে যাচ্ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই বেড়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। নিরাপত্তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে অনেকের মনে।
আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তার প্রমাণ গণমাধ্যমে প্রকাশিত খবর। এখানে কয়েকটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। গত রোববার ভোরে মিরপুরের শেওড়াপাড়ায় এক দন্ত চিকিৎসককে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছিনতাইকারীরা। শনিবার সন্ধ্যায় সবুজবাগ থানা এলাকায় একটি ভবনের ফ্ল্যাটে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর আগে গত বৃহস্পতিবার রাতে শাহজাহানপুরে ব্যস্ত সড়কে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও এক কলেজছাত্রী। ঢাকার বাইরে ঈশ্বরদীর রূপপুরে গত শনিবার রাতে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হন। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
একটি সহযোগী দৈনিকের গতকালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের আট জেলায় ১১টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক নারীকে তার ঘরেই গলা কেটে হত্যা করা হয়েছে। নান্দাইলে শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে কিশোরের রক্তাক্ত লাশ। আর নরসিংদীর রায়পুরায় কুপিয়ে হত্যা করা হয়েছে এক ব্যক্তিকে। ময়মনসিংহের ত্রিশালে ৩৫ দিন বয়সী এক কন্যাশিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নরসিংদীর রায়পুরায় গত শনিবার এক মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পাবনার বেড়া পৌরসভায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী উত্তরপাড়ায় রোববার দিবাগত রাত দেড়টায় এক ভ্যানচালক খুন হয়েছেন। লক্ষ্মীপুরের রায়পুরে রোববার সকালে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে জেলা সদরসংলগ্ন মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় রোববার এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রাম থেকে বিকেলে চল্লিশ বছর বয়সী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রাজধানীতে নার্স, স্কুলশিক্ষক ও এক সাবেক পুলিশ কর্মকর্তাসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেল ৫টা থেকে দিবাগত রাত ৩টার মধ্যে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
প্রশ্ন হচ্ছে, রাজধানীসহ সারা দেশে কেন এমন সব নৃশংস ঘটনা ঘটছে; কেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তা থামাতে পারছে না? জবাবে বলা যেতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদ্বারিত্বে দুর্বলতা রয়েছে। উল্লেখ করা যেতে পারে, বিরোধী রাজনৈতিক শক্তির পক্ষ থেকে অভিযোগ করা হয়ে থাকেÑ দেশের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনীকে যেভাবে সরকার ভিন্নমত দমনে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তাতে তারা তাদের মূল কাজ আইনশৃঙ্খলা রক্ষায় যথেষ্ট মনোযোগী হতে বা সময় দিতে পারছেন না। সুশিল সমাজের একটা অংশ মনে করে, রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ায় পুলিশ সদস্যদের একটি উল্লেখযোগ্য অংশ পেশাদায়িত্ব হারাচ্ছেন। পুলিশের শীর্ষপদগুলো থেকে নিম্নপর্যায় পর্যন্ত অনেকের মধ্যে অপেশাদার মনোভাব ছড়িয়ে পড়ছে।
আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে পুলিশসহ সব বাহিনীকে পূর্ণ পেশাদারিত্বের মাধ্যমে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তবেই সম্ভব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা।


আরো সংবাদ



premium cement