২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
উচ্চশিক্ষায় পছন্দের আসন সীমিত

ভর্তির সুযোগ নেই বিপুল শিক্ষার্থীর

-

আমাদের শিক্ষাব্যবস্থা সময়োপযোগী কিনা, এ বিতর্ক বহু দিনের। বিশ্বের অনেক দেশের সাথেই তাল মিলিয়ে দেশের শিক্ষার্থীরা যে চলতে পারছেন না; এ বাস্তবতা অস্বীকারের উপায় নেই। এরপরও প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা নিয়ে শিক্ষাজীবন শেষ করেন। তাদের একটি বড় অংশেরই কর্মসংস্থানের সুযোগ হচ্ছে না। ফলে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এর জন্য দায়ী বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়তে না পারা।
দেশের শিক্ষাব্যবস্থায় নানাবিধ দুর্বলতা থাকলেও তীব্রতর হলো- যোগ্যতা সত্ত্বেও কাক্সিক্ষত বিষয়ে পড়তে না পারা। এ কথা ঠিক, ভর্তির ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসনের কোনো সঙ্কট নেই। সঙ্কট পছন্দের প্রতিষ্ঠানে ভর্তিতে। এবার ভর্তিযোগ্য আসন আর শিক্ষার্থীর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ শিক্ষার্থী। জিপিএ ৫ এর নিচে ৩.৫ এর মধ্যে থাকা শিক্ষার্থীরা মধ্যমমানের হিসেবে বিবেচিত। এইচএসসি উত্তীর্ণ এসব শিক্ষার্থীর সংখ্যা আট লাখ ৯৯ হাজার ৬৫১। অন্য দিকে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা সাধারণত প্রতিযোগিতা করে ভর্তি হতে চায় এমন পছন্দের তালিকায় প্রথমেই আসে সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজ এবং হাতেগোনা বড়-পুরনো আলিয়া মাদরাসা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও এ ধরনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্যানুযায়ী, শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে সরকারি ৩৯ বিশ্ববিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে সর্বমোট আসন ৪৯ হাজার ২৫৫টি। দেশে ৯৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু থাকলেও ১০-১২টিই আকর্ষণীয় যদিও এসব প্রতিষ্ঠানে সবার ভর্তির সঙ্গতি নেই। এসব প্রতিষ্ঠান বিবেচনায় নিলে ২০ হাজার আসন যোগ করা যায়। মেডিক্যাল ও ডেন্টালে আসন আছে ১২ হাজার। দু’টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ৪৪০টি। বিশেষায়িত কারিগরি চারটি প্রকৌশল কলেজে ৭২০, ছয়টি টেক্সটাইলে ৭২০, নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানে পাঁচ হাজার ৬০০ এবং ১৪টি মেরিন অ্যান্ড অ্যারোনটিক্যাল কলেজে ৬৫৪টি আসন আছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে আসন আছে প্রায় ছয় হাজার। সব মিলে আসন সংখ্যা দাঁড়ায় প্রায় ৯০ হাজার। যদি ধরে নেয়া হয়, ভর্তি পরীক্ষায় সবটিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরাই সুযোগ পাবে; তাহলেও প্রায় এক লাখ বাদ পড়বে। তবে সাধারণত বেশির ভাগ প্রতিষ্ঠানে এসএসসি-এইচএসসি মিলিয়ে জিপিএ সাড়ে ৭ পাওয়া শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পায়। জিপিএ ৫ না পাওয়া একটি অংশও ভর্তি পরীক্ষায় ভালো করে থাকে।
ইউজিসি তথ্য অনুসারে, উচ্চশিক্ষায় ভর্তির সবচেয়ে বড় সুযোগ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এর অধীন কলেজগুলোতে ডিগ্রি পাস ও সম্মানে আসন সংখ্যা ১০ লাখ ৯৩ লাখ ৮১১টি। অনার্সে আছে পাঁচ লাখ ৮৮ হাজারটি। বাস্তবে এসব কলেজের খুব কমসংখ্যকের প্রতি আকর্ষণ আছে শিক্ষার্থীদের। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাতটি সরকারি কলেজে ২৩ হাজার ৩৩০ আসন আছে- এগুলোতে অনেকে ভর্তি হতে চান। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে আরো তিন হাজার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে ২৯০টি আসন আছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা নির্ধারিত নেই। সর্বশেষ এতে ৭৮ হাজার শিক্ষার্থী ভর্তি করা হয় গত বছর।
দেশে সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫। এইচএসসির পর শুরু হয় বিশেষায়িত শিক্ষার স্তর। এবার উচ্চমাধ্যমিক স্তরে জিপিএ ৫ পাওয়া লক্ষাধিক শিক্ষার্থী পাবেন না কাক্সিক্ষত বিষয়ে ভর্তির সুযোগ। এ ক্ষেত্রে মধ্যমমানের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় ভালো করলে জিপিএ ৫ পেয়েও বাদপড়া শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়বে। সঙ্গত কারণে বলা যায়, দেশের সব মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে; এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশে এমন আছে বলে আমাদের জানা নেই। উন্নত দেশগুলোতে বেশির ভাগ শিক্ষার্থীই বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে থাকে যাতে কর্মজীবনে ঢুকতে অপচয় না হয়। আমাদেরও এমন শিক্ষাব্যবস্থায় জোর দিতে হবে। তবে যত দিন শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা না যায়; তত দিন মেধাবীদের তাদের পছন্দসই বিষয়ে পড়ার সুযোগ করে দেয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ।

 


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামের আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন চলছে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি ড. ফরহাদের চৌগাছায় অস্ত্র ও গুলিসহ আটক ১ ইসকনের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের সাইফুল হত্যাকাণ্ডে ইসকনের শোক, দায় নেবে না বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় আলগামনচালক নিহত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি, প্রিয়াঙ্কা গান্ধী ‘যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়’ ডেসটিনির রফিকুল আমীনসহ ১৯ জনের মামলার রায় ১৫ জানুয়ারি

সকল