২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
সার্চ কমিটিকে বিশিষ্টজনের পরামর্শ

শক্তিশালী ইসি সম্ভব কি

-

একটি গণতান্ত্রিক দেশের আসল মালিক দেশটির জনগণ। তাদের মালিকানা প্রতিষ্ঠার একমাত্র উপায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এ ধরনের নির্বাচনে মানুষের প্রকৃত মতামতের বা গণ-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে। তখনই বলা যায়, দেশ পরিচালিত হচ্ছে জনগণের ইচ্ছায়। কিন্তু গত এক যুগের বেশি সময় ধরে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রক্রিয়া উপস্থিত নেই। বিদায়ী নির্বাচন কমিশন পুরো নির্বাচনীব্যবস্থার এমন বেহাল দশা করেছে যে, নির্বাচনের প্রতি এখন সাধারণ ভোটারদের বিন্দুমাত্র আস্থা ও আগ্রহ নেই।
দেশে এ মুহূর্তে পরবর্তী নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া চলছে। এ জন্য নতুন আইন তৈরি করে সেই আলোকে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করছে। সার্চ কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তিন শতাধিক ব্যক্তির নাম পেয়েছে। তাদের মধ্য থেকে সিইসি-সহ অন্য কমিশনারদের বেছে নেয়া হবে। প্রক্রিয়া অনুযায়ী, সার্চ কমিটি ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পেশ করবে। রাষ্ট্রপতি আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শে পাঁচজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন।
চূড়ান্ত পর্যায়ে কাদের নিয়ে ইসি গঠন হতে যাচ্ছে সে বিষয়ে দেশের মানুষের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। ¯œায়ুচাপে ভুগছেন রাজনৈতিক অঙ্গনের লোকজনসহ সর্বস্তরের জনগণ। কারণ তারা নির্বাচনের নামে আর প্রহসন দেখতে চান না। সত্যিকারের সুষ্ঠু নির্বাচনে জন-আকাক্সক্ষা পূরণের মতো সৎ, যোগ্য, সাহসী ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন হচ্ছে কি না তা-ই এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।
গত শনিবার মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যক্তিরা সার্চ কমিটিকে যেসব পরমার্শ দিয়েছেন তাতে গণমানুষের আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। বিশিষ্ট ব্যক্তিদের প্রায় সবাই একবাক্যে বলেছেনÑ নির্বাচনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে বেশির ভাগ মানুষের কাছে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনে পাঠাতে হবে। তারা সবচেয়ে জোর দিয়েছেন একটি বিষয়ে; কোনো দলীয় সরকারের অধীনে সুবিধাপ্রাপ্ত, রাজনৈতিক সুবিধা নেয়া ব্যক্তি যেন ইসিতে স্থান না পান। চুক্তিভিত্তিক নিয়োগ, চাকরির এক্সটেনশন, সুপারসিড করার মাধ্যমে সরকারের সুবিধা পাওয়া কেউ যেন নির্বাচন কমিশনে না আসেন। যারা অবসরের পর কোনো রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং যাদের সাথে সরকারের স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আছে তাদেরও যেন কোনোভাবেই বিবেচনায় না আনা হয়।
স্বচ্ছতা নিশ্চিত করতে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি যে ১০ জনের তালিকা দেবে; সেটি এবং বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা মহল থেকে যাদের নাম এসেছে তার তালিকা গণমাধ্যমে প্রকাশের দাবি জানিয়েছেন বেশির ভাগ বিশিষ্টজন। তবে বিশিষ্টজনের কেউ বলেছেন, কমিটি তাদের পরামর্শ কতটুকু গ্রহণ করবে সেটি পরে বুঝতে পারব। বৃক্ষের পরিচয় পাওয়া যাবে ফল দেখলেই। কমিটিতে যে ৩০৯ জনের নাম এসেছে সেগুলো রোববার যাচাই-বাছাইয়ের কথা। এরপর কমিটি সিদ্ধান্ত নেবে নামগুলো প্রকাশ করা হবে কি না। আসল কথা এই যে, জাতি এমন একটি শক্তিশালী নিরপেক্ষ কমিশন দেখতে চায়, যারা সুষ্ঠু নির্বাচনে যা কিছু করণীয় তার সব কিছুই করায় সক্ষম হবেন এবং পূর্ণ আন্তরিকতা নিয়ে কাজ করতে পারবেন।
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কারা সেটি কারো অজানা নয়। সেই বাধা প্রতিহত করে দেশে প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন করার মতো যোগ্য ও ব্যক্তিত্বসম্পন্ন লোকের অভাব আছে এমন নয়। দরকার সার্চ কমিটির দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন হওয়া। তাতেই যে কাক্সিক্ষত সুফল আসবে এমনও নয়। এরপর থাকবে রাষ্ট্রপতির সদিচ্ছার বিষয়টি। কিন্তু তাকে কাজ করতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শে। সে ক্ষেত্রে জাতীয় স্বার্থ নিশ্চিতভাবেই দলীয় স্বার্থের ঊর্ধ্বে প্রাধান্য পাবে সে নিশ্চয়তা আছে কি?


আরো সংবাদ



premium cement
চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছে শেখ হাসিনা : রিজভী কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত শ্রম কমিশনের অগ্রাধিকার দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা : তারেক রহমান অনলাইনে সিম সেবা চালু করেছে টেলিটক ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সাঁথিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা সিলেটে পরকীয়া প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড আমাদের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সঙ্কট : শিবির সভাপতি

সকল