পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর, ক্যান্টনমেন্ট ও উপজেলা পরিষদ এলাকা দিয়ে প্রবাহিত পচানালা খাল। বর্তমানে খালটির পানিপ্রবাহ বন্ধ। কল-কারখানার বর্জ্য ও জমে থাকা পানি নষ্ট হয়ে কালো রূপ ধারণ করেছে। এ কালো পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত করছে গোটা শহরের পরিবেশ। খালের পাশে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পানির পচা দুর্গন্ধে নাক চেপে চলতে হচ্ছে শিক্ষার্থীদের। একটি সহযোগী দৈনিকের নীলফামারী প্রতিনিধির প্রকাশিত খবর থেকে এসব তথ্য জানা গেছে।
সৈয়দপুর পৌর এলাকা, বোতলাগাড়ি, কামারপুকুর ও বাঙালিপুর ইউনিয়নের ৫০০ হেক্টর জমি পচানালার মাধ্যমে সেচসুবিধা পেয়ে থাকত; কিন্তু আজ এ খালের পানিতে বিভিন্ন কারখানার বর্জ্য এসে পড়ায় দূষিত হয়ে পড়েছে। দূষিত পানিতে মশার বংশবিস্তারসহ বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। মরে যাচ্ছে মাছ ও জলজ প্রাণী।
এলাকার একাধিক কৃষক বলেন, পচানালার পানি তারা সেচকাজে ব্যবহার করতেন; কিন্তু কিছুদিন ধরে খালের পানি দূষিত হয়ে পড়েছে। পানির রঙ কালো হয়ে গেছে। এ পানি আর ক্ষেতে ব্যবহার করা যাচ্ছে না।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দিব্য সরকার বলেন, ‘এ খালের পাশে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান। পানির দুর্গন্ধে স্কুলে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।’ প্রভাষক শওকত হায়াৎ শাহ বলেন, ‘পচানালা খালের কালো কুচকুচে পানির দুর্গন্ধ সহ্য করা যায় না।’
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা: ওয়াসিম বারী জয় বলেন, প্রবাহহীন দূষিত পানিতে সাধারণত মশা ও রোগজীবাণু বংশবিস্তার করে থাকে। আর এসব মশার কামড় ও রোগজীবাণুর কারণে শিশু ও বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হয়।’
সৈয়দপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, পচানালার পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তিস্তা সেচ ক্যানেলের পানি এনে পচানালার পানি শোধনের চেষ্টা করা হচ্ছে; কিন্তু তাতেও কাজ হচ্ছে না। আমরা বিষয়টি পৌর প্রশাসনকে জানিয়েছি। পৌর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।’
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সৈয়দপুর পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী বলেন, ‘বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। দ্রুত পচানালার ময়লা আবর্জনা নিষ্কাশন করা হবে।’
ময়লা পানি পরিবেশ নষ্ট করে। সরকারের পরিবেশ রক্ষার দায়িত্ব নিশ্চয় কারো না কারোর ওপর অর্পিত আছে। ওই দায়িত্ব পালন করতে হবে। পরিবেশ রক্ষায় জনগণকেও এগিয়ে আসতে হবে। অন্যথায়, সৈয়দপুর শহরের মতো হবে সারা দেশে। তখন কালো পানিতে খালে দুর্গন্ধ হলেও নাকাল বা নাজেহাল হওয়া ছাড়া উপায়ই থাকবে না। এ জন্য পরিবেশ রক্ষায় সবার সচেতন হওয়া দরকার। জনগণের সহযোগিতা ছাড়া কিছু করতে পারে না সরকার। পরিবেশ রক্ষায় এ কথাটা আরো বেশি মনে রাখা দরকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা