স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অনেক বিদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। একটি সহযোগী দৈনিকের খবর অনুযায়ী- দেশে প্রায় পাঁচ লাখ বিদেশী নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন, যাদের ৫০ হাজারই ভারতীয়। অবৈধভাবে অবস্থান করা এসব নাগরিকের মধ্যে রয়েছে- ভারত, চীন, পাকিস্তান, কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, ক্যামেরুন, মালি, কঙ্গো, তানজানিয়া, ঘানা, গিনি, উগান্ডা, ইথিওপিয়া, অ্যাঙ্গোলা, পেরু, আলজেরিয়া, চীন, ইউক্রেন, থাইল্যান্ড প্রভৃতি দেশের। এসব নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা মেয়াদ নবায়ন না করেই বাংলাদেশে অবস্থান করছেন।
অবৈধভাবে অবস্থান করা বিদেশী নাগরিকদের নিয়ে একটি বড় সমস্যা হলো- তারা নিজেরা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ান। মাদক ব্যবসায়, উপহারের নামে প্রতারণা, ব্যাংকের এটিএম বুথে জালিয়াতি, বিভিন্ন দেশের জাল মুদ্রার কারবার, অবৈধ ভিওআইপি ব্যবসায়, সোনা চোরাচালান, অনলাইনে ক্যাসিনো, মানবপাচারসহ এমন কোনো অপরাধ নেই যাতে তারা জড়ান না। এদের মধ্যে আবার কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে উপার্জিত অর্থ কর ফাঁকি দিয়ে হুন্ডির মাধ্যমে নিজ দেশে পাচারও করেন। বিভিন্ন অপরাধের কারণে সারা দেশের কারাগারগুলোতে ৪৭২ জন বিদেশী নাগরিক বন্দী রয়েছেন যার; মধ্যে সবচেয়ে বেশি বন্দী ভারতের। এ ছাড়া মিয়ানমার, পাকিস্তান, নাইজেরিয়া, উগান্ডা, ঘানাসহ কয়েকটি দেশের বন্দী রয়েছেন বাংলাদেশের কারাগারে।
বিদেশে অবস্থানরত আমাদের মিশনগুলোর বাংলাদেশের যেকোনো ধরনের ভিসা দেয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। নানা ছলেবলে-কৌশলে বাংলাদেশে এসে যেসব দেশের নাগরিক বেশি বেশি অপরাধে জড়াচ্ছেন সে সব দেশের নাগরিকদের বাংলাদেশের ভিসা দেয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা যেতে পারে। এ ছাড়া বাংলাদেশের যেসব প্রতিষ্ঠানের হয়ে এসে এসব নাগরিক অবৈধভাবে বসবাস করছেন, অপরাধে জড়াচ্ছেন, তাদের বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
অবৈধ বিদেশীদের বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮ ডিসেম্বর একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয়া হয়। সে দিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে অবৈধভাবে কোনো বিদেশী নাগরিককে সরকার থাকতে দেবে না। এর পর ৩১ জানুয়ারির মধ্যে ভিসা নিয়ে বৈধ না হলে কিংবা ভিসা না থাকা অবস্থায় ধরা পড়লে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল সরকার। কিন্তু তার পর বিদেশীদের বিষয়ে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণের কথা গণমাধ্যমে দেখা যায়নি।
দেশে অবৈধভাবে কোনো বিদেশী নাগরিকের থাকার সুযোগ নেই। আর অবৈধ বিদেশী নাগরিকদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শৈথিল্য প্রদর্শনেরও কোনো সুযোগ নেই। দেশে অবৈধ কোনো বিদেশী নাগরিকের অবস্থান নিশ্চিত করা গেলে তাকে তাৎক্ষণিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা প্রয়োজন। অবৈধ বিদেশী নাগরিকদের বিষয়ে সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্স এসব নাগরিকদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আশার কথা হচ্ছে, অন্তর্বর্তী সরকার দেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশী নাগরিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা মনে করি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে আরো কঠোর হতে হবে। একই সাথে বাংলাদেশের ভিসা দেয়ার ক্ষেত্রে বিদেশে অবস্থানরত আমাদের মিশনগুলোর বাড়তি সতর্কতা গ্রহণ করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা