সবার জন্য স্বাস্থ্যসেবার কী হাল
- ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি যন্ত্র অচল হয়ে আছে দীর্ঘ এক দশক ধরে। এ দীর্ঘ সময় অচল পড়ে থাকলেও চালুর উদ্যোগ কেউ নেননি। এতে করে এই অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অথচ ২০২৩ সালে হাসপাতালটিতে ক্যান্সার রোগী ভর্তি হয়েছিলেন দুই হাজার ৮৪৬ জন। নয়া দিগন্তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রংপুর বিভাগের আট জেলায় ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য একমাত্র ভরসাস্থল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। ২০১৫ সালের এপ্রিল থেকে রেডিওথেরাপি যন্ত্রটি অচল পড়ে থাকায় কার্যত এ অঞ্চলের ক্যান্সার আক্রান্ত রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের (ক্যান্সার বিভাগ) প্রধান ও সহযোগী অধ্যাপক জাহান আফরোজ খানম জানান, ২০০১ সালের ১২ জুন রেডিওথেরাপি মেশিনটি বসানো হয়। ২০১৪ সাল পর্যন্ত রোগীদের রেডিওথেরাপি দেয়া সম্ভব ছিল। তখন প্রতিদিন গড়ে ১০০ রোগীকে রেডিওথেরাপি দেয়া হতো। কিন্তু ২০১৫ সালে মেশিনটি অচল হয়ে পড়লে তারা স্বাস্থ্য অধিদফতরকে কয়েক দফা তাগাদা দেন, কিন্তু মেশিনটি মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি।
এই হাসপাতালের ক্যান্সার চিকিৎসক ডা: মনি বাণী জানান, প্রতিদিন গড়ে ৯০ জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাদের ৪০ জনের কেমোথেরাপি লাগে। আন্তঃবিভাগে রোগী ভর্তি থাকে ১০-১৫ জন। এ হিসাবে বছরে অন্তত ৪০ হাজার ক্যান্সার রোগী চিকিৎসা নেন। তাদের মধ্যে অধিকাংশের রেডিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয়।
তিনি আরো জানান, ক্যান্সার আক্রান্ত রোগীদের সাধারণত তিনটি পর্যায়ে চিকিৎসার প্রয়োজন হয়- সার্জারি, কেমোথেরাপি ও রেডিওথেরাপি। এর মধ্যে রোগের ধরনের ওপর ভিত্তি করে চিকিৎসকরা রেডিওথেরাপির পরামর্শ দেন। সরকারি পর্যায়ে রেডিওথেরাপির জন্য গড়ে ব্যয় হয় ছয় থেকে ২০ হাজার টাকা। অন্যদিকে একই রেডিওথেরাপিতে বেসরকারি পর্যায়ে ব্যয় হয় এক থেকে তিন লাখ টাকা। এত উচ্চ ব্যয় বহন করা সবার পক্ষে সম্ভব হয় না।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগ সূত্রে জানা যায়, রংপুর বিভাগে ক্যান্সার আক্রান্ত দুই হাজার ৮৪৬ রোগীর মধ্যে শুধু রংপুর জেলায় এক হাজার ৩৮৯ জন, নীলফামারীতে ৩১৬, গাইবান্ধায় ২৮৪, কুড়িগ্রাম ২৭৭, লালমনিরহাটে ২০৯, পঞ্চগড়ে ১৩১, দিনাজপুরে ১২৮, ঠাকুরগাঁওয়ে ৬২ এবং অন্যান্য এলাকায় আরো ৫০ জন ক্যান্সার রোগী রয়েছেন।
ক্যান্সার গবেষক ডা: রতীন্দ্র নাথ মণ্ডল বলেন, এই বিভাগের ক্যান্সার রোগীদের জীবন বাঁচাতে কমপক্ষে দু’টি রেডিওথেরাপি থাকা জরুরি। সেখানে একটিও নেই।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, নতুন রেডিওথেরাপি যন্ত্রের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তিনি শিগগির কথা বলবেন। আগামী দুই মাসের মধ্যে কেমোথেরাপি রুমের সঙ্কট দূর হবে বলে জানান তিনি।
সবার জন্য ‘স্বাস্থ্য চাই’, ‘শিক্ষা চাই’ অনেক দিন থেকে শুনে আসছি আমরা। বাস্তবে এর রূপায়ণ দেখা যায় না। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১০ বছর ধরে রেডিওথেরাপি মেশিন অচল; এর সাক্ষ্য দিচ্ছে। সরকারের অবিলম্বে এদিকে দৃষ্টি দেয়া দরকার। না হয়, জনগণ একটি মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা