সব দুষ্টচক্রের উৎখাত চাই
- ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের একটি অপ্রতিরোধ্য দুষ্টচক্র গড়ে উঠেছে। চক্রটি নানা অনিয়ম, দুর্নীতি ও গরিবের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিচ্ছে নানা কৌশলে। তাদের হাতে গোটা উপজেলাবাসী অসহায়। ভয়ে কেউ টুঁ শব্দ করে না। কয়েক যুগ ধরে চলে আসছে এ অবস্থা। নয়া দিগন্তের বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী সংবাদদাতার প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সমিতিতে যৌথ বাহিনীর অভিযানে তিন লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার ও তিনজনকে আটকের পর দলিল লেখক চক্রের এসব অপতৎপরতা জনসমক্ষে এসেছে। অভিযানে দলিল লেখক সুব্রত অধিকারী ও দলিল লেখক সমিতির সভাপতি খান মনিরুজ্জামান ও শেখ শামী আনোয়ারকে আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শিবপুর বেপারীপাড়া গ্রামের এস এম নান্টু হাসান নামের একজন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বাগেরহাটের চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে টাকাসহ তিনজন আসামিকে ঘিরে রাখে। আমাদের খবর দিলে আমরা গিয়ে টাকাসহ আসামিদের থানায় নিয়ে আসি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের থানায় প্রেরণ করেছি।
মামলার বিবরণে জানা গেছে, বাদি এস এম নান্টু হাসান পেশায় একজন ব্যবসায়ী। গ্রেফতার তিনজন আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিরা চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির কথিত ব্যানারে দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ ও নিরীহ মানুষের কাছ থেকে দলিল রেজিস্ট্রি বাবদ সরকার নির্ধারিত ফি ছাড়াও প্রতারণামূলকভাবে অতিরিক্ত টাকা আদায় করেছেন। একাধিক ভুক্তভোগী জানান, চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ঘিরে ৫৫-৬০ জন দলিল লেখক রয়েছেন। মানুষকে অসহায় করে টাকা হাতিয়ে নেয়াই আসল উদ্দেশ্য।
এ ব্যাপারে জেলা সাব-রেজিস্ট্রার রুহুল কুদ্দুস বলেন, বিষয়টি আমি শুনেছি। দলিল লেখকরা অনিয়ম-দুর্নীতি করলে মানুষ অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
সিনেটের একটি অর্থ ইউনিভার্সিটির কোর্ট। এর আরেকটি অর্থ প্রাচীন রোমের পার্লামেন্ট। আমাদের সমাজে অনেক শব্দের অর্থের পরিবর্তন ছাড়াও বিকৃতি হয়েছে অনেক। যেমন- সিন্ডিকেট। এটি সিনেটের উপরে ইউনিভার্সিটির ওপর প্রথম নীতিনির্ধারণী সংস্থা; কিন্তু সিন্ডিকেট বলতে আমরা বুঝি অন্যায় চক্র। যারা দুর্নীতি, স্বজনপ্রীতি-আত্মসাতের মাধ্যমে অন্যায় কর্তৃত্ব এবং ক্ষমতার অপব্যবহার করে থাকেন। এই সিন্ডিকেট সব নষ্টের গোড়া। সব পেশাজীবীর মধ্যে নাকি সিন্ডিকেট আছে। আমরা বাগেরহাটের চিতলমারী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে গড়ে ওঠা দলিল লেখকদের দুষ্টচক্রসহ সব সিন্ডিকেটের উৎখাত চাই। অন্যথায় জনজীবনে শান্তি ফিরবে না। এটি সরকারের দায়িত্ব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা