২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বীজ আলুর দাম অনেক বৃদ্ধি

কৃষকদের সমস্যা দূর করুন

-

দৈনিক নয়া দিগন্তের কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা জানান, মাত্র কিছু দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে বীজ আলুর দাম ‘আলুর ভাণ্ডার’খ্যাত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। ফলে মধ্যবিত্ত কৃষকদের নাভিশ্বাস উঠেছে। এতে করে পিছিয়ে পড়ছে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিসহ মৌসুমি চাষিরা। ফলে আগাম আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস জানায়, এবারে এই উপজেলায় আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৭৮০ হেক্টর জমি। সে অনুযায়ী, ৯ হাজার টন বীজ আলু প্রয়োজন।
কৃষকরা আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আলু চাষের জন্য জমি প্রস্তুত করলেও বীজের দাম অস্বাভাবিক হওয়ায় জমিতে আলু চাষ করতে পারছেন না। যেসব কৃষক আগে আলু বীজ কিনে রেখেছিলেন, তারা ইতোমধ্যে জমিতে আলু বীজ লাগানো শেষ করেছেন। কিন্তু ৪০-৪৫ টাকা কেজির বীজ আলু ১৫ দিনের ব্যবধানে ৬৫-৭০ টাকা কেজি হয়ে যাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা পড়েছেন বিপাকে।
পুঁটিমারী ইউনিয়নের কেশবা গ্রামের কৃষক জামিয়ার রহমান জানান, কয়েক দিন আগে বাজারে বীজ আলু বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকা কেজি দরে। দুই বিঘা জমি প্রস্তুত করে রেখেছিলাম। কিন্তু অস্বাভাবিকভাবে আলু বীজের দাম বেড়ে ৬৫-৭০ টাকা হওয়ায় এখনো আলুর বীজ কিনতে পারিনি।’
বীজ ব্যবসায়ী জিল্লুর মিয়া জানান, কয়েক দিন আগে আলু বীজ বিক্রি করেছি ৪৫-৫০ টাকা কেজি দরে। কিন্তু হঠাৎ প্রতি কেজি আলুর বীজ ২০-২৫ টাকা বেড়ে যাওয়ায় এখন প্রতি কেজি আলুর বীজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা দরে। হঠাৎ কেজিতে ২০-২৫ টাকা দাম বাড়ল কেন, জানতে চাইলে তিনি বলেন, বড় বড় বীজ ব্যবসায়ীরা অধিক লাভের আশায় বীজ বিক্রি না করায় বীজের সরবরাহ কমেছে, তাই বীজের দাম বেড়েছে। এখানে আমাদের ছোট ব্যবসায়ীদের কিছু করার নেই।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কিশোরগঞ্জের কৃষকরা মুক্ত হিমাগার, রংপুরের সিনহা, এনএন চৌধুরী, জলঢাকা মুক্তা হিমাগারসহ বিভিন্ন হিমাগারে আলু সংরক্ষণ করে থাকেন। এখানে কোনো সঙ্কট নেই। সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশের ‘অর্থনীতি’ মূলত এখনো কৃষিপ্রধান। কৃষির মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, পাট, আলু প্রভৃতি। আলুর মধ্যে বীজ আলু খুবই গুরুত্বপূর্ণ। তাই বীজ আলু সংরক্ষণ করা উচিত। এ জন্য এর দাম নিশ্চিত করা দরকার। আমরা আশা করি, অবিলম্বে সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে।


আরো সংবাদ



premium cement
জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না : শিবির সেক্রেটারি

সকল