আকাক্সিক্ষত নয়
- ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
বরিশাল আদালত চত্বরে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুকের দুই সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। একটি সহযোগী দৈনিকের বরিশাল প্রতিনিধির প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
জাহিদ ফারুক বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য। তাকে গত ২২ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করে র্যা ব। গত ৪ আগস্ট বরিশাল নগর বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় হওয়া একটি মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
সাবেক মন্ত্রী ফারুককে বরিশালের আদালতে হাজির করা হবে- এমন খবরে সকাল থেকে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীরা আদালতে অবস্থান নেন। দুপুর থেকে তার সমর্থক কয়েকজন নেতাকর্মী আদালত চত্বরে উপস্থিত হন। সেখানে জাহিদ ফারুকের এক সমর্থক মারধরের শিকার হন। বিকেল ৪টায় আদালতে যান বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক মন্ত্রীর সমর্থক মোহাম্মদ জয়নাল আবেদীন হাওলাদার। এ সময় আদালত চত্বরে একদল যুবক তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে তিনি দৌড়ে আদালতের ভেতরে আশ্রয় নেন।
সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জয়নাল আবেদীন হাওলাদারসহ বেশ কয়েকজন কাউন্সিলরকে আসামি করা হয়। ওই মামলায় জয়নাল আবেদীন হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। জামিনের কাগজ জমা দেয়ার জন্য বিকেল ৪টায় জেলা জজ আদালতে গেলে হামলার শিকার হন তিনি।
স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে মানুষ আদালতের অঙ্গনে গিয়েও নিরাপদ ছিলেন না। এর ভয়ঙ্কর একটি নজির হয়ে আছে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি কুষ্টিয়ার আদালতে নৃশংস হামলার শিকার হন। অথচ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আদালত হচ্ছে প্রত্যেক নাগরিকের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল ও আস্থার জায়গা। এ কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস আদালত চত্বরে হামলা, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা প্রদান, বিশ্ববিদ্যালয়ে আক্রমণ ইত্যাদি অনাকাক্সিক্ষত কাজের নিন্দা করেছেন।
আমরা আশা করি, সারা দেশে আদালতে হামলার ঘটনাগুলোর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ আদালত হচ্ছে মানুষের নিরাপত্তার জায়গা। সেখানে যদি এভাবে হামলা হয়, তাহলে মানুষ যাবে কোথায়? সঙ্গত কারণে এ কথা বলতে হচ্ছে, কেউ যত বড় অপরাধ করুন না কেন, তাকে আইনের আশ্রয় নিতে বাধা দেয়া গণতান্ত্রিক শাসন-ব্যবস্থার পরিপন্থী। এটি কখনো কাম্য হতে পারে না। এ ক্ষেত্রে আমাদের মনে রাখা জরুরি, গণতান্ত্রিক বাংলাদেশের আকাক্সক্ষা থেকেই ছাত্র-জনতা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সফল গণ-অভ্যুত্থান ঘটিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা