আইনের কঠোর প্রয়োগ চাই
- ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শস্যভাণ্ডার খ্যাত এলাকা উচাখিলা ইউনিয়নের চরাঞ্চল। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি। উৎপাদিত ফসল উপজেলার বেশির ভাগ জনগোষ্ঠীর চাহিদা মিটিয়ে চলছে। কিন্তু চরাঞ্চলের কৃষকদের বৈদ্যুতিক সেচ মোটর চুরি হয়ে যাচ্ছে। তিন মাসে শতাধিক মোটর চুরি হওয়ায় আতঙ্ক বেড়েছে। একটি সহযোগী দৈনিকের ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত এক সপ্তাহে উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রাম থেকে চুরি হয়েছে ১০-১২টি বৈদ্যুতিক সেচ মোটর। এ ছাড়া গত তিন মাসে ওই ইউনিয়নের আলাদিয়ার আলগী, রফিয়ার আলগী, চর আলগী, হাশের আলগী, নামাপাড়া, মরিচার চরসহ আশপাশ কয়েকটি গ্রাম ও পাড়া মহল্লা থেকে শতাধিক সেচ মোটর চুরি হয়েছে। কৃষক এরশাদ, আবদুল্লাহ ও মুরশেদুল মুন্সী জানান, প্রায়ই তাদের বৈদ্যুতিক সেচ মোটর চুরি হয়ে যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না। যারা পুরনো মোটর ক্রয়-বিক্রয় করে তাদের সঙ্গে চোরদের শখ্য রয়েছে।
আলাদিয়ার আলগী গ্রামের কৃষক মানিক মিয়া বলেন, ‘গত শুক্রবার আমার সেচ পাম্পটি চুরি হয়ে যায়। এতে আমার চার একর বোরো ধান ও ফসলি জমিতে সেচ দিতে গিয়ে সমস্যায় পড়েছি। দিন দিন সেচ মোটর চুরি বেড়েই চলেছে। আমরা এর প্রতিকার চাই।
একই গ্রামের আরেক কৃষক শফিকুল আলম বলেন, ‘পানি সেচ দেয়া নিয়ে ভয়ে আছি। মোটর সংযোগ করলেই নিয়ে যাচ্ছে চোরচক্র। চার দিন আগে আমাদের একটি মোটর নিয়ে যায় চোরের দল। ওই সেচপাম্পের আওতায় পাঁচ একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখন নতুন আরেকটি মোটর কেনা ছাড়া উপায় দেখছি না।’
পাশের রফিয়ার আলগী গ্রামের বাসিন্দা আবু সাঈদ বলেন, ‘আমার তিনটি মোটর চুরি হয়ে গেছে। আমাদের বাড়ির আশপাশের অন্তত ১০ কৃষকের মোটর চুরি হয়েছে। এতে কৃষকরা চরম বেকায়দায় পড়েছেন। আমরা চোরের উপদ্রব থেকে রেহাই পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ ব্যাপারে উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ‘আমার ইউনিয়নে মোটর চুরি অনেক বেড়েছে। মিটিংয়ে একাধিকবার উত্থাপন করেছি। পুলিশ বেশ কয়েকবার কয়েকজনকে গ্রেফতারও করেছে। কিন্তু কিছুতে সেচ মোটর চুরি থামছে না। মনে হচ্ছে চোরচক্রটি বেশ বড়।
এদিকে, কয়েক দিন আগে উচাখলা ইউনিয়নের বালিহাটা গ্রাম থেকে সেচ মোটর চোর ইয়ামিন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘মোটর চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করে চোরচক্র বের করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট গ্রামগুলোয় গিয়ে কৃষকদের সচেতন করতে বিট পুলিশিং সভা করা হবে।
আইনের কঠোর প্রয়োগই কাম্য। আর এটা সরকারের বড় দায়িত্বও। আইন কঠোরভাবে প্রয়োগ না করলে আর আইন থাকে না। প্রশাসনিক কর্মকর্তারা আইন প্রয়োগ করেননি বলে আজ ঈশ্বরগঞ্জে এ অবস্থা। আমরা আশা করি অবিলম্বে আইনের সুষ্ঠু প্রয়োগ হবে অন্যথায় সেচ মোটর চুরি চলতে থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা