১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

স্বর্ণের দামে নতুন রেকর্ড

- প্রতীকী ছবি

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে এক লাফে বেড়েছে ৩ হাজার ৫৮১ টাকা। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৪ হাজার টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৮৭ হাজার ১৩ টাকায় বিক্রি করা হবে।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৮৫ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। এর আগে গত ২৬ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ১ হাজার ৯৩৬ টাকা। সেই সময় এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা।

এরও আগে গত ২৩ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ১ হাজার ৫০৪ টাকা। এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ২৬ হাজার ছয় টাকা। গত ২১ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ১ হাজার ৫১৬ টাকা। এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকা। গত ১৯ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ২ হাজার ৯০৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। গত ১৫ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ১ হাজার ১৯০ টাকা। সে অনুযায়ী এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। গত ৮ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল ১ হাজার ৬১০ টাকা। তখন এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। গত ১ জুলাই ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম কমেছিল ১ হাজার ৭৩ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা।

তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের ১ ভরি রূপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement