১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

মধু ব্যবসায় ভাগ্য খুলেছে মুফতি হাবিবুল্লাহ জোয়ারদারের

মুফতি হাবিবুল্লাহ জোয়ারদার - ছবি : সংগৃহীত

মুফতি হাবিবুল্লাহ জোয়ারদার মেধাবী তরুণ আলেম। পড়াশোনা শেষে শখের শিক্ষকতার পেশায় যুক্ত হন। কিন্তু বেতন ছিল অস্বাভাবিক কম। যা দিয়ে পরিবারের খরচ চালানো ছিল অনেক কষ্টের। এরপরই তিনি সিদ্ধান্ত নেন উদ্যোক্তা হওয়ার। আট বছর আগে মাত্র পাঁচ হাজার টাকায় শুরু করা ব্যবসায় এখন উন্নতি হয়েছে। বর্তমানে এই আলেম উদ্যোক্তার ব্যবসায় বিনিয়োগ রয়েছে ২০ লাখ টাকা। প্রতি মাসে তিনি পাঁচ লাখ টাকার পণ্য বিক্রি করতে পারেন। তিনি নিজেই স্বাবলম্বী হননি, তার অধীনে নিয়মিত কাজ করছে ১৫ জন কর্মী। এ ছাড়াও ব্যবসায় লাভের টাকা থেকে তিনি গেল রমজানে উমরাহ করে এসেছে। মজার বিষয় হলো– এই ব্যবসা করতে গিয়ে কিন্তু তিনি নিজের অত্যন্ত পছন্দের পেশা শিক্ষকতা ছাড়েননি। শিক্ষকতার পাশাপাশিই ব্যবসা করছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি কীভাবে ব্যবসা করছেন? চলুন আজকে সেই গল্পই জানা যাক।

তরুণ উদ্যোক্তা মুফতি হাবিবুল্লাহ জোয়ারদারের বাড়ি খুলনার ডুমুরিয়া গ্রামে। তিনি মাওলানা বজলুর রহমান জোয়ারদারের ছেলে।

মুফতি হাবিবুল্লাহ জোয়ারদার যেভাবে ব্যবসায় যুক্ত হলেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ব্যবসা করেন। নিজেদের পণ্যের বাহারি বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করেন। মাওলানা হাবিবুল্লাহ অনলাইনে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের চমৎকৃত বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করে প্রতারিতও হন অনেকবার। বিজ্ঞাপনে পণ্য যেমন দেখেছিলেন, বাস্তবে পণ্যটি তার ধারেকাছেও নেই। সিদ্ধান্ত নেন, তিনিও অনলাইনে ব্যবসা করবেন। কিন্তু, অন্যকে ঠকানোর জন্য নয়, মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য।

কিন্তু, কী নিয়ে ব্যবসা করবেন। ছোট বয়স থেকে তিনি মাদরাসায় থেকেছেন। পড়াশোনা শেষ করেও মাদরাসায়ই শিক্ষকতা করছেন। ব্যবসার কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই। অনেক ভেবেচিন্তে তিনি মধুর ব্যবসা ধরলেন। কারণ, তার কর্মস্থল খুলনা সুন্দরবনের কাছেই। এখন থেকে মধু সংগ্রহ করা যেমন সহজ, তেমন এই পণ্য সংগ্রহ করতেও অসুবিধা হবে না।

ব্যবসায় পুঁজি ও তড়িৎ সাফল্য

মাত্র পাঁচ হাজার টাকায় সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে ফেসবুকে 'তাকওয়া শপ বিডি' নামে পেইজ খুলে মধু বিক্রির বিজ্ঞাপন দেন। মাওলানা হাবিবুল্লাহ কল্পনাও করেননি এত তাড়াতাড়ি সাড়া পাবেন। চট্টগ্রাম থেকে একজন ক্রেতা পাঁচ হাজার টাকার মধু অর্ডার করেন। মাওলানা হাবিবুল্লাহ অনেকটা উৎকণ্ঠার মধ্যেই পণ্য চট্টগ্রাম পাঠিয়ে দেন। ক্রেতা মধু পেয়ে খুব খুশি হন। মাওলানা হাবিবুল্লাহকে উৎসাহ দেন। তখন তিনি সিদ্ধান্ত নেন, মাদরাসা পড়ানোর পাশাপাশি এই ব্যবসা তিনি চালিয়ে যাবেন।

মাওলানা হাবিবুল্লাহ বলেন, আল্লাহ তায়ালা আমার এই ব্যবসায় অনেক বরকত দিয়েছেন। মাত্র পাঁচ হাজার টাকা পুঁজির ব্যবসায় ছয় মাসে আমার পূঁজি হয় ১০ লাখ টাকার বেশি। আর বর্তমানে পুঁজি আছে ২০ লাখ টাকার বেশি। এখন আমি স্বাচ্ছন্দ্যে চলার পাশাপাশি পরিবারকেও আর্থিকভাবে সহযোগিতা করতে পারি। শুধু তা-ই নয় গেল রমজানে আমি উমরাহও করে এসেছি,আলহামদুলিল্লাহ। যা আমার জন্য অনেক তৃপ্তির একটি বিষয়।

ব্যবসায় সাফল্যের সিক্রেট

মাওলানা হাবিবুল্লাহ আরো বলেন, আমি শুরু থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, পণ্যে কখনো ভেজাল মেশাবো না। মধু এমন একটি পণ্য, যা নিয়ে অনেকেই ভেজাল করে। ক্রেতা যখন আমার কাছ থেকে মধু সংগ্রহ করে, তখন খুব খুশি হয়। কারণ, সে ভালো ও খাঁটি মধু পায়। পরবর্তীতে দেখা যায় সে আমার কাছে থেকে আরো মধু নেয় এবং আরো ক্রেতারও ব্যবস্থা করে দেয়। আমার ব্যবসায় উন্নতির এটিও একটি সিক্রেট দিক।

শিক্ষকতা ঠিক রেখেই যেভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন

আলেম উদ্যোক্তা মাওলানা হাবিবুল্লাহ বলেন, কষ্ট একটু বেশি হয়। তবে, মাদরাসার পড়াশোনার ক্ষতি হতে দেই না।
তিনি বলেন, আলেমরা যদি ব্যবসায় একটু সময় দিতে পারেন। তাহলে মানুষ ভালো জিনিস পাবে। আলেমরাও স্বাবলম্বী হতে পারবেন। তবে, লক্ষ রাখতে হবে তার অদূরদর্শিতা ও অনভিজ্ঞতার কারণে কোনো ক্রেতা যেন না ঠকেন।

তরুণ আলেমদের প্রতি মুফতি হাবিবুল্লাহ জোয়ারদারের আহ্বান

অধিকাংশ তরুণ আলেম পড়াশোনা শেষে মাদরাসায় শিক্ষকতা বা মসজিদে ইমামতির কাজে খুব সামান্য বেতনে যুক্ত হয়ে যান। অথচ বর্তমান সময় অনুযায়ী এই দুই সেক্টরে যে বেতন দেয়া হয় তা দিয়ে ঘর-সংসার চালানো শুধু কঠিনই নয় অসম্ভবও। তাই মসজিদ মাদরাসায় খেদমতের পাশাপাশি আপনারাও ব্যবসায় যুক্ত হতে পারেন। আপনার আশপাশে যে পণ্যের প্রাচুর্য বেশি প্রয়োজনে সেটি নিয়েই শুরু করে দিন। প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরেই করুন। ইনশাআল্লাহ আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। তাছাড়া আল্লাহতায়ালা ব্যবসায় বরকতের ওয়াদা করেছেন।


আরো সংবাদ



premium cement
দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সিএ প্রেস উইং কাতার বলছে ইসরাইল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুনে একাধিক রিসোর্ট পুড়ে ছাই ছাগলকাণ্ড : অবশেষে মতিউর ও স্ত্রী লাকি গ্রেফতার আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ সংস্কার কমিশন দুই কক্ষ, পাঁচ শতাধিক আসন, নারী আসনেও ভোট শাসন কাঠামোর ব্যাপক পরিবর্তন ৩৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৫ হাজার কোটি টাকা জব্দ বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতায় আনতে নির্দেশ প্রধান উপদেষ্টার

সকল