১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিলো বাংলাদেশ ব্যাংক

নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিলো বাংলাদেশ ব্যাংক - ছবি : সংগৃহীত

নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থপাচার রোধসহ টাকার নিরাপত্তার স্বার্থে গত ৮ আগস্ট ওই সীমা বেঁধে দেয়া হয়েছিল। আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে যেকোনো পরিমাণ টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

আজ শনিবার (৭ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, আগামী রোববার থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যেকোনো পরিমাণ টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

উল্লেখ্য, গত ৮ আগস্ট ব্যাংকের গ্রাহক এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা তুলতে পারেননি। তবে সেই সময় একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন। পরে গত ১১ আগস্ট থেকে এই নগদ টাকা তোলার সীমা বাড়িয়ে দুই লাখের পর্যন্ত করা হয়েছিল। সেখান থেকে আরো তিন দফায় নগদ টাকা তোলার সীমা বাড়িয়ে সবশেষ সর্বোচ্চ পাঁচ লাখের পর্যন্ত করা হয়েছিল। নগদ টাকার চাহিদা বাড়ায় ফের আজ নতুন ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


আরো সংবাদ



premium cement
এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা কে হবে মিয়ানমারের আগামীর নীতিনির্ধারক ফ্যাসিবাদীরা বিদেশে অর্থ পাচার করে অর্থনীতি ধ্বংস করেছে : সেলিমা রহমান নোবিপ্রবির সাথে চীনের শিহেজী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর মতিউরের স্ত্রী কানিজ কারাগারে, রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি মহেশখালীতে প্রেমঘটিত দ্বন্দ্বে যুবক খুন নাটোরে অগ্নিসংযোগের মামলায় দুলুসহ ৯৪ খালাস ক্রিড়া মন্ত্রণালয় ফ্যাসিবাদমুক্ত হওয়া উচিৎ : নূরুল ইসলাম বুলবুল ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম বিএনপি নেতা শামীমকে শোকজ, সন্তোষজনক ব্যাখ্যা না দিলে শাস্তি

সকল