বিডব্লিউএবিকে ডিজিটাল পেমেন্ট সেবা দেবে এসএসএলকমার্জ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫১
ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশকে (বিডব্লিউএবি) অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা সরবরাহ করবে দেশের শীর্ষ পেমেন্ট গেটওয়ে এসএসএলকমার্জ। এর ফলে বিডব্লিউএবি ডিজিটালি সকল ধরণের পেমেন্ট গ্রহণ করতে পারে। বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় এসএসএলকমার্জের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসএসএলকমার্জের পক্ষে পরিচালক রায়ান এস. ইসলাম এবং বিডব্লিউএবির পক্ষে সভাপতি কাজী মো. শফিকুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এসএসএলকমার্জের বিভাগীয় প্রধান সাগীর আহমেদ, বিডব্লিউএবির সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য মো. এমদাদ হোসেন, এসএসএলকমার্জের ব্যবস্থাপক মো. নাইমুর রহমান, বিজনেস সার্ভিস টিম লিড শুভজিৎ ঘোষ, সেলস অফিসার আবরার লাবিব চৌধুরী, বিডব্লিউএবির পরামর্শক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মো. মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আলতাফ হোসেন, কেএইচ. গোলাম সারোয়ার, আতিকুর রহমান এবং প্রধান সমন্বয়ক কাজী মো. শহীদ রহমান।
অনুষ্ঠানে এসএসএলকমার্জের পরিচালক রায়ান এস. ইসলাম উভয় প্রতিষ্ঠানের মধ্যে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বিকাশ এবং রক্ষণাবেক্ষণের লক্ষ্যে অংশীদারিত্বের প্রতি তাদের সম্মিলিত প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।