বাজেট ঘাটতি মেটাতে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিতে চায় সরকার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জুন ২০২৪, ২০:২৮
ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ অর্থায়ন ৮৫ দশমিক ৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজেট ঘাটতি মেটাতে সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে মোট ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা সংগ্রহ করতে হবে।
এর মধ্যে বৈদেশিক অনুদান ও ঋণ থেকে ৯৫ হাজার ১০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণভাবে ১ লাখ ৬১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য রয়েছে সরকারের।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকে ১৯ হাজার ৮৭৪ কোটি টাকা পরিশোধের পর গত বছরের জুলাই থেকে চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৫৭ কোটি টাকা।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা