পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৩০ কোটি টাকার বরাদ্ধ প্রস্তাব
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জুন ২০২৪, ১৯:৩৪
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ১ হাজার ৬৩৮ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ২ হাজার ৬৮ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি- যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১ হাজার ৬৩৮ কোটি টাকা এবং তা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ২ হাজার ৬৮ কোটি টাকা।
জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তিনি বিকেল ৩টায় বাজেট পেশ শুরু করেন।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম ও দেশের ৫৩তম বাজেট।
এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা