০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত - সংগৃহীত

জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বিষয়ক আলোচনা ১৯-২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জাপানের অর্থনৈতিক কূটনীতির দায়িত্বে নিয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক অ্যাফেয়ার্স ব্যুরোর উপ-মহাপরিচালক রাষ্ট্রদূত তাকেতানি আতসুশি এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যোগ দেন।

শুক্রবার জাপান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বাংলাদেশের পক্ষে বাণিজ্য ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. আহমদ মুনিরুস সালেহীন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যোগ দেন।

আলোচনার এই রাউন্ডে উভয় পক্ষ আলোচনার পদ্ধতি এবং বিস্তৃত পরিসরে বাণিজ্য, রুলস অব অরিজিন, কাস্টমস প্রক্রিয়া, বাণিজ্য সুবিধা, বিনিয়োগ, ইলেকট্রনিক বাণিজ্য ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তিসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিনিময় করেছে।

উভয় পক্ষ কূটনৈতিক মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের আলোচনার তারিখ নির্ধারণে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৯ মে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আলোচনার উদ্বোধনী অধিবেশনে অংশ নেন। বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাণিজ্য সচিব সেলিম উদ্দিন ও বাংলাদেশের প্রধান আলোচক বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আহমদ মুনিরুস সালেহীন এতে যোগ দেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ভোটার হওয়ার বয়স ১৭ হলে যে প্রভাব পড়বে আগামী নির্বাচনে কুড়িগ্রামে শীত উপেক্ষা করে ইরি চাষে ব্যস্ত কৃষক এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এবার মালয়েশিয়ায় আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন

সকল