১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রিমার্ক-হারল্যানের নতুন পরিচালক ইউনিলিভারের সামি

রিমার্ক-হারল্যানের নতুন পরিচালক ইউনিলিভারের সামি - ছবি : সংগৃহীত

কর্পোরটে খাতে অভিজ্ঞতাসমৃদ্ধ ইউনিরলভারের সামি আশরাফ এবার যুক্ত হয়েছেন রিমার্ক-হারল্যানে।

তিনি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, ইউনিলিভারের সাথে তার সুদীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতার আলোকে নতুন কর্মক্ষেত্রে হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার বিভাগের দায়িত্ব গ্রহণ করছেন তিনি।

সামি আশরাফ প্রাণ-আরএফএল গ্রুপেও সংযুক্ত ছিলেন। তার ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ার ছিল অন্যতম বহুজাতিক কোম্পানি ইউনিলিভারে।

বাংলাদেশ, ভারত থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার জন্য বিভিন্ন ভূমিকা নিয়েছেন। স্কিন ক্লিনজিং ও ওরাল কেয়ারের বিভাগীয় প্রধান, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্র্যান্ড ম্যানেজার লাইফবয়, সাউথ এশিয়া ক্লাস্টার পার্সোনাল কেয়ার ম্যানেজার হিসেবে দয়িত্ব পালন করেন।

সামি আশরাফ ইউনিলিভার বাংলাদেশে চ্যানেল ও ক্যাটাগরি ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ ও ভারত উভয় দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড যেমন সার্ফ এক্সেল, লাক্স, ডোভ, ক্লোজআপ ও লাইফবয় ইত্যাদির সাথে কাজ করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement