১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইতিবাচক অবস্থায় নেই অর্থনীতির সূচক

গত ১৪ মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি ৯.৫০-এর আশেপাশে আছে। সর্বশেষ এপ্রিলে এই হার ছিলো ৯.৭৪ শতাংশ। - ডয়েচে ভেলে

বাংলাদেশের অর্থনীতির সূচকগুলো ইতিবাচক অবস্থায় নেই। এই সূচকগুলো সামষ্টিক অর্থনীতিতে একটির সাথে আরেকটি সম্পর্কিত। ফলে এটা পুরো অর্থনীতিরই খারাপ চিত্র প্রকাশ করে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

তাদের কথায়, এর ফলাফল হলো কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি না হওয়া। আর অর্থনীতি স্বাভাবিক প্রক্রিয়ায় আনতে সম্প্রতি কিছু উদ্যোগ নেয়া হয়েছে তারও একটি ধাক্কা অর্থনীতিতে পড়ছে। ফলে সামনের দিনগুলোতে ঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন না করলে অর্থনীতির অবস্থা আরো খারাপ হতে পারে বলে তারা মনে করেন।

অর্থনীতিকে স্বাভাবিক প্রক্রিয়ায় আনার জন্য ডলারের দাম ক্রলিং পেগ পদ্ধতিতে ১১৮ টাকা করা হয়েছে। আর ব্যাংক সুদের হার বাজারের ওপর ছেড়ে দেয়া হয়েছে। এখন সর্বোচ্চ সুদের হার ১৪ শতাংশ।

বাংলাদেশে চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা আছে ৭.৫ শতাংশ। কিন্তু বিশ্বব্যাংকের পূর্বাভাস হলে সর্বোচ্চ ৫.৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। গত অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছিল ৫.৭৮ শতাংশ। তার আগের অর্থবছর ২০২১-২২ সালে প্রবৃদ্ধি হয়েছিল ৭.১০ শতাংশ। এরপর থেকেই আসলে উচ্চ প্রবৃদ্ধির ধারায় পতন শুরু হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৩.৫১। বাংলাদেশে আগামীতে উচ্চ প্রবৃদ্ধির ধারা আরো নিম্নগামী হতে পারে। এটা অর্থনীতির খারাপ পরিস্থিতির সম্মিলিত ফলাফল বলে মনে করছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মইনুল ইসলাম।

আর সিরডাপের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: হেলালউদ্দিন বলেন,‘সমষ্টিক অর্থনীতিতে একটি সূচকের সাথে আরেকটি সূচক সম্পর্কিত। একটি খারাপ হলে আরেকটি খারাপ হয়। এবং তাই হচ্ছে।’

সূচকগুলোর পরিস্থিতি
সাধারণভাবে অর্থনীতির পরিস্থিতি বোঝার জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি-রফতানি, রাজস্ব আদায়, বিদেশি ঋণ, ব্যাংক ও আর্থিক খাতের অবস্থা, বিনিয়োগ এই বিষয়গুলোকে বিবেচনায় নেয়া হয়।

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশ কম হয়েছে। আয় হয়েছে ৪ হাজার ৭৪৭ কোটি ডলার। যদিও এটা আগের বছরের চেয়ে চার শতাংশ বেশি।

এদিকে প্রবাসী আয় (রেমিট্যান্স) এখনো পর্যন্ত গত বছরের তুলনায় ইতিবাচক ধারায় আছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১ হাজার ৯১০ কোটি ডলার। আগের অর্থবছরে এটা ছিল ১ হাজার ৫৭ কোটি ডলার। তবে গত বছর সময়ে যে পরিমাণ নতুন কর্মী প্রবাসে গিয়েছেন সেইভাবে রেমিট্যান্স বাড়েনি। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসা বাড়ছে না।

২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪ হাজার ৮০০ কোটি ডলারের বেশি। আর বর্তমানে সেই রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৭ কোটি ডলারে। তবে আইএমএফের হিসাবে ব্যবহারযোগ্য রিজার্ভ এখন ১ হাজার ৩০০ কোটি ডলারের নিচে।

গত ১৪ মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি ৯.৫০ আশেপাশে আছে। সর্বশেষ এপ্রিলে এ হার ছিল ৯.৭৪ শতাংশ। তবে এই সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ১০.২২ শতাংশ। যা সাধারণ মানুষকে আরো চাপে ফেলেছে।

দেশী ও বিদেশী দুই ধরনের বিনিয়োগের ক্ষেত্রেই স্থবিরতা বিরাজ করছে। বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির ২৪ শতাংশের কাছাকাছি আটকে আছে। চলতি অর্থবছরে (২০২৩-২৪) এই হার ২৭ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা সম্ভব হবেনা বলে মনে করছেন বিশ্লেষকেরা। আর বিদেশী বিনিয়োগ (এফডিআই) ২০২৩ সালে ১৬ শতাংশ কমেছে।

বাংলাদেশের এখন বিদেশী ঋণের পরিমাণ ১০ হাজার কোটি ডলারের বেশি। আর গত অর্থবছর শেষে মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬ কোটি ডলার, যা আগের এক যুগের মধ্যে তিন গুণ বেড়েছে। অন্যদিকে গত অর্থবছরে সব মিলিয়ে ৪৭০ কোটি ডলার শোধ করতে হয়েছে। শুধু এক বছরের ব্যবধানেই এই ঋণ পরিশোধ ১১০ কোটি ডলার বেড়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বলছে, গত জুলাই ডিসেম্বরে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ৪৯ ভাগ। ওই ছয় মাসে বিদেশী ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হয়েছে ১৫৬ কোটি ডলার। আগের অর্থবছরে (২০২২-২৩) একই সময়ে যা ছিল ১০৫ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ঋণ পরিশোধ বেড়েছে ৪৮.৮২ ভাগ। আগামী অর্থবছরে এটা ৬৩ শতাংশ বাড়তে পারে।

অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী চলতি অর্থ বছরে(২০২৩-২৪) মোট আসল ও সুদ পরিশোধ করতে হবে ৩২৮ কোটি ডলার। আগামী অর্থ বছরে যার পরিমাণ হবে ৪০০ কোটি ডলার। ডলারের দাম বাড়ার কারণে স্বাভাবিক কারণেই এখন ঋণ ও সুদ পরিশোধের জন্য বেশি টাকা খরচ করতে হবে। কারণ এই ডলার তো দেশীয় মুদ্রায় সরকারকে অর্থ পরিশোধ করতে হবে।

ঋণের সুদ ও আসল পরিশোধের পরিমাণ বাড়তেই থাকবে। ২০২৯-৩০ সালে যা হবে ৫১৫ কোটি ডলার। ব্যংক খেলাপি ঋণ।

২০২৩ সালে দেশের ব্যাংকগুলোতে এক বছরে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ২৫ হাজার কোটি টাকা। এখন মোট খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা।

বিশ্লেষকেরা যা বলছেন
ড. মো: হেলালউদ্দিন মনে করেন,‘রিজার্ভ কমে যাওয়ার পেছনে রফতানি কম ও রেমিট্যান্স ঠিকমতো না আসা একটা বড় কারণ। রফতানি কম এর পেছনে আছে আমদানি কম। কারণ কাঁচামাল আমদানি কমলে রফতানিও কমবে। রিজার্ভ বাড়াতে ডলারে দম বাড়ানো হয়েছে। ফলে মূল্যস্ফীতি আরো বাড়বে। একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। এসব কারণে অভ্যন্তরীণ উৎপাদন ব্যবহত হওয়ায় প্রবৃদ্ধি কমছে।’

তার কথায়,‘আমরা যে বিদেশী ঋণ করেছি সেটা আবার সুদে আসলে দেয়ার পালা এসেছে ফলে রিজার্ভের ওপর চাপ আরো বাড়বে। আবার ব্যাংকের সুদের হার বাড়ালেও মূল্যস্ফীতি বাড়ে। সব মিলিয়ে অর্থনীতির প্রায় সবগুলো সূচকই এখন নিচের দিকে।’

তিনি বলেন,‘আসলে এখন অর্থনীতিকে স্বাভাবিক করার জন্য ডলারের দাম বাড়ানো হলো। সুদের হার বাজারের ওপর ছেড়ে দেয়া হলো। এর একটা ধাক্কা আছে। কারণ এতদিন যা করা হয়েছে সেটা কৃত্রিম।’

আর অধ্যাপন ড. মইনুল ইসলাম বলেন,‘সব সূচক এখনো খারাপ হয়নি। যা খারাপ হয়েছে তার মধ্যে আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক কমে গেছে। ডলারের দাম বেড়ে গেছে। মূল্যস্ফীতি বাড়ছে। বিদেশী ঋণের চাপ বাড়ছে। খেলাপি ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে। অন্যদিকে রাজস্ব আদায় কমে যাচ্ছে।’

তার মতে,‘এই সমস্যাগুলো সরকারও জানে। তারপরও তারা অর্থপাচার বন্ধ করতে পারছে না। পুরো রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে আনতে পারছে না। হুন্ডি বন্ধ করতে পারছে না। তারপরও রেমিট্যান্স ২৩ বিলিয়ন ডলার অতিক্রম করবে। রফতানির অবস্থা এখনো ভালো আছে। এ বছরে ৬০ বিলিয়ন ডলার হবে। গত বছর ছিল ৫৫ বিলিয়ন ডলার।’

তার বক্তব্য,‘তবে সব মিলিয়ে অর্থনীতি ভালো নেই । প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে।’

অর্থনীতিবিদরা বলছেন দেশী-বিদেশী বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমছে, বেকারত্ব বাড়ছে। অন্যদিকে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা যাচ্ছে না। সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক একীভূত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক নিজেই তালগোল পাকিয়ে ফেলছে।

কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন,‘অর্থনীতিতে সমস্যা আছে তবে তা নিয়ন্ত্রণের মধ্যেই আছে। এটা নিয়ে গবেষণা হওয়া ভালো কিন্তু আতঙ্কের কিছু নাই।’

তার কথায়,‘অর্থনীতির যে প্রচলিত সঙ্কট এগুলো স্বাভাবিক বিষয়। অর্থনীতি আপ-ডাউন করে। কিন্তু এটা অত নিচে যায়নি যে সঙ্কট হবে। এটা ওপরেও নাই, নিচেও নাই, মাঝামাঝি অবস্থানে আছে। আমাদের এখানে না খেয়ে কেউ থাকে না। এমন নয় যে রাস্তাঘাটে মানুষ পড়ে আছে। কাজ নাই, দোকানে মাল নাই। ব্যাংকে চেক দিয়ে টাকা পাচ্ছে না। এই রকম উদাহরণ এখানে নাই।’

তার মতে,‘অর্থনীতি তার সীমার মধ্যেই আছে। সরকার পরিকল্পনা মতো এগোচ্ছে।'

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের

সকল