১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী - ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, পানচাষীদের দিনরাত পরিশ্রমের ফলে তাদের ভাগ্যোন্নয়ন হয়েছে, মিলেছে জিআই পণ্যের স্বীকৃতি।

শনিবার (১৮ মে) আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে পান। রাজশাহীর মিষ্টি পান বিশ্বে সমাদৃত। আর এই স্বীকৃতিই বলে দেয়, সরকার পল্লির মানুষের জীবিকায়নের ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

পল্লী জীবিকায়ন প্রকল্প তৃতীয় পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছে। তাই বাংলাদেশের চরাঞ্চলেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমাদের কৃষি উদ্যোক্তা হতে হবে। কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রচুর ফসল ফলাতে গবেষণা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির মহাপরিচালক আ: গাফফার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ ও প্রকল্প পরিচালক মো: আলাউদ্দিন সরকার।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement