১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদের ছুটি শেষে প্রথম দিনেই পুঁজিবাজারে বড় পতন

- ছবি : ইউএনবি

ঈদের পাঁচ দিনের ছুটির পর প্রথম কার্যদিবস সোমবারে বড় পতনের মুখে পড়েছে বাংলাদেশের শেয়ারবাজার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আবারো ৫ হাজার ৮০০ এর নিচে নেমেছে। বৈশ্বিক জ্বালানি লেনদেনের কেন্দ্র হিসেবে বিবেচিত মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। সে কারণেই লোকসান এড়াতে শেয়ার বিক্রি শুরু করায় শেয়ারবাজারে এ পরিস্থিতি ‍সৃষ্টি হয়।

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৫ দিন শেয়ারবাজার বন্ধ ছিল।

ঈদের ছুটির আগে প্রায় স্বাভাবিক থাকলেও শেয়ারের উল্লেখযোগ্য দরপতনে ডিএসইর প্রধান সূচক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ কমে ৫ হাজার ৭৭৮টিতে স্থির হয়।

ঈদের ছুটির আগের ৩ দিনে ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছিল।

এছাড়া শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২৬৬ এবং শীর্ষস্থানীয় ৩০টি প্রতিষ্ঠানের ব্লু-চিপ সূচক ডিএস৩০ ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৫ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া প্রায় ৮৫ শতাংশ শেয়ারের দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ৩৩৬টির, বেড়েছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্য সূচক ১৯৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৫৩৪ পয়েন্টে এবং সিলেক্টিভ ক্যাটাগরি ইনডেক্স (সিএসসিএক্স) ১১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৪০ পয়েন্টে।

শেয়ারবাজারের শুরু তীব্র নিম্নমুখী হয়ে দিন শেষে ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণই দেখা যায়নি।

বেশিরভাগ বিনিয়োগকারী ঈদ উদযাপন শেষে এখনো ঢাকায় ফিরে না আসায় লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল খুবই কম। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল