২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বব্যাপী যোগসূত্র স্থাপনে বাণিজ্য মেলা ভূমিকা রাখবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ - ফাইল ছবি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, বিশ্বব্যাপী দেশের বাণিজ্যিক যোগসূত্র স্থাপনে এবারের বাণিজ্য মেলা বিশেষ ভূমিকা রাখবে।

আগামীকাল ১ জানুয়ারি ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ উপলক্ষ্যে শুক্রবার এক বাণীতে তিনি এ কথা বলেন।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২২ ঢাকার পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি ২০২২ শুরু হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

তিনি ২৬তম ডিআইটিএফ আয়োজনে অংশগ্রহণকারী সকল দেশী-বিদেশী প্রতিষ্ঠানকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ এর কারণে এ বছর ভিন্ন আঙ্গিক ও পরিবেশে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই ডিআইটিএফ-২০২২ এর আয়োজকবৃন্দকে মেলায় অংশগ্রহণকারী সকল পণ্য প্রদর্শক, ক্রেতাসাধারণ ও দর্শনার্থীদের যথাযথ সেবা প্রদান এবং ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, ব্যবসায়ী মহল ও ভোক্তাদের জন্য ডিআইটিএফ-২০২২ একটি উপযোগী ও আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হবে এবং তারা মেলায় নিয়মিত অংশগ্রহণে উদ্বুদ্ধ হবেন।

রাষ্ট্রপতি বলেন, 'আমাদের রফতানি পণ্য ও বাজার বহুমুখীকরণে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন অপরিহার্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নিয়মিত এ ধরনের আয়োজন অর্থবহ অবদান রাখবে। অধিকন্তু মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের মেলা আয়োজনের গুরুত্ব অনেক বেশি।

তিনি মেলা আয়োজনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো এবং অন্য সহযোগী প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি ডিআইটিএফ-২০২২ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকের তলব খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল : ফখরুল নোয়াখালীতে ট্রাকচাপায় এক শিশু নিহত ইউক্রেনে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সকলের সামাজিক দায়িত্ব : উপদেষ্টা ৪টি সংস্কার করলেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে : মোস্তাফিজার রহমান গৌরনদীর সাবেক মেয়রকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় পাকিস্তান ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৪ বক্তৃতায় খালেদা জিয়াকে স্বাগত ও ধন্যবাদ জানালেন ড. ইউনূস

সকল