অবশেষে জট কাটলো, ভারত থেকে রফতানি ২৫ হাজার টন পেঁয়াজ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৩২
অবশেষে জট কাটলো পেঁয়াজ রফতানির। বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। গতকাল শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানা গেছে।
গত সোমবার আকস্মিকভাবে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত। এ পরিস্থিতিতে বাংলাদেশের পেঁয়াজের বাজার গত বছরের মতোই লাগামহীন হয়ে উঠতে শুরু করে। দেশের বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজের দাম রাতারাতি প্রায় দ্বিগুণ হয়ে যায়।
পরে পেঁয়াজ রফতানি শুরু করতে ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় বাংলাদেশ। দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিবেচনায় নেয়ার কথা উল্লেখ করেই গত বুধবার ভারতীয় হাইকমিশনের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠি পাওয়ার দুই দিন পরেই পেঁয়াজ ছাড়ের অনুমতি দিলো ভারত সরকার।
ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণায় স্থলবন্দরগুলোতে আটকা পড়ে পেঁয়াজবাহী ট্রাকগুলো।
চাঁপাইনবাবগঞ্জের সিঅ্যান্ডএফ এজেন্টরা জানান, সব স্থলবন্দরে প্রায় এক হাজার পেঁয়াজবাহী ট্রাক আটকা পড়ে আছে। আমদানি-রফতানি প্রক্রিয়া সম্পন্ন হলেও ভারত ট্রাকগুলো ছাড়ছিল না, তবে দেরিতে হলেও অনুমতি দেয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা