২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদের ছুটিতে সীমিত আকারে খোলা থাকবে কাস্টমস হাউস

-

আসন্ন ঈদ-উল-ফিতরের ছুটিতে কাস্টমস হাউসগুলো সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর বলছে, ছুটিকালীন রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে কাস্টমস হাউজগুলো ও স্টেশনসমূহে আমদানি-রফতানি, রফতানি সংশ্লিষ্ট এবং আমদানি সংক্রান্ত শুল্কায়ন কার্যক্রম ‘সীমিত আকারে’ চালু রাখাতে হবে।

এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মোহাম্মদ মেহরাজ-উল-আলম সম্রাট স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার একথা বলা হয়েছে।

এনবিআরের আদেশে বলা হয়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ মে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিকালীন রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে দেশের কাস্টমস হাউস ও স্টেশনসমূহে রফতানি ও রফতানি সংশ্লিষ্ট আমদানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আদেশ অনুযায়ী ব্যবস্থা নিতে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনসমূহের কমিশনারদের নির্দেশ দেয়া হয়েছে।

ঈদের ছুটিতে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন সচল রাখতে ৯ মে এনবিআরকে চিঠি দেয় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তারই পরিপ্রেক্ষিতে ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ মে সাত দিন সীমিত আকারে কাস্টমস হাউস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement