১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

এশিয়ায় ফ্যাশন চেইনগুলোর অর্ডার বাতিল

এশিয়ায় ফ্যাশন চেইনগুলোর অর্ডার বাতিল - সংগৃহীত

বিশ্বজুড়ে ফ্যাশন পণ্যের দোকানগুলো বন্ধ৷ বিপুল অবিক্রিত পণ্য রয়ে গেছে তাদের, যার কারণে সরবরাহকারীদের ক্রয় আদেশও বাতিল করছে৷ বাংলাদেশের মতো পোশাক রপ্তানিকারী দেশগুলোর শ্রমিকদের উপর নেমে এসেছে বড় এক বিপর্যয়৷
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) এর মতে, এশিয়ায় কয়েক লাখ কারখানার শ্রমিক বর্তমানে হুমকির সম্মুখীন৷ বিশেষ করে সিএন্ডএ বা এইচএন্ডএম- এর মতো ফ্যাশন চেইনগুলোর জন্য যারা পোশাক তৈরি করে সেসব শ্রমিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত৷

‘‘বেশিরভাগ পোশাককর্মীই মার্চ মাসের মজুরি পেয়েছে, যদিও আমি মনে করি এপ্রিল মাসের মজুরি পাওয়ার ক্ষেত্রে বিরাট সমস্যার সম্মুখীন হবে তারা৷ কারণ অনেক কোম্পানি অর্ডার বাতিল করেছে, যেসব অর্ডারের পোশাক ইতিমধ্যে তৈরি হয়ে গেছে,’’ বলেন হিউম্যান রাইটস ওয়াচ-এর আইন বিষয়ক উপদেষ্টা অরুণা কাশিয়াপ৷

তিনি আরো বলেন, ‘‘যার অর্থ দাঁড়ায় ফ্যাশন চেইনগুলো চুক্তি বাতিল করায় বাংলাদেশ, কম্বোডিয়া ও মিয়ানমারের পোশাকশ্রমিকরা তাদের পাওনা মজুরি পাবেন না৷ আন্তর্জাতিক চেইনগুলো লোকসানের হাত থেকে নিজেদের রক্ষার জন্য পোশাককর্মীদের ঘামঝরা শ্রমের বিনিময়ে এই অন্যায় সুযোগ নিয়েছে৷’’

কম্বোডিয়ার শ্রমমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটির ১১০টিরও বেশি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে৷ যেখানে এক লাখেরও বেশি শ্রমিক কাজ করে৷

মহিলা অধিকারবিষয়ক সংগঠন ফেমনেট-এর মতে বাংলাদেশে এক হাজারেরও বেশি কারখানা এখন বন্ধ৷ করোনা সঙ্কটে হঠাৎ করে কার্যাদেশ বাতিল করা বড় ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেলজিয়ামভিত্তিক সিএন্ডএ এবং সুইডেনের এইচ এন্ড এম৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement