২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

বাংলাদেশ ব্যাংক শিগগিরই পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হবে : গভর্নর

বাংলাদেশ ব্যাংক শিগগিরই পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হবে : গভর্নর - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বলেছেন, ব্যাংকিং খাতে সার্বিক সংস্কারের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হবে।

তিনি বলেন, ‘সরকার ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংককে পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করছি যে- দুই থেকে চার মাসের মধ্যে এই প্রস্তাব মন্ত্রিসভায় পেশ করা হবে।

মঙ্গলবার নগরীর ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে ‘ব্যাংকিং খাতে সামষ্টিক অর্থনৈতিক নীতি ও শাসনব্যবস্থা’ শীর্ষক এক সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ‘অর্থনীতি পুনকৌশলীকরণ সংক্রান্ত টাস্কফোর্সের সুপারিশ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু সম্মানিত অতিথি হিসেবে অধিবেশনে উপস্থিত ছিলেন।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইউনিটের পরিচালক (গবেষণা) ড. মো: সেলিম আল মামুন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মো: মঈন উদ্দিন এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস’র (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

সিপিডির নির্বাহী পরিচালক ও অর্থনীতির পুন কৌশলীকরণ বিষয়ক টাস্কফোর্সের সদস্য ড. ফাহমিদা খাতুন এবং টাস্কফোর্সের সদস্য ড. মঞ্জুর আহমেদ মূল বক্তব্য উপস্থাপন করেন।

আহসান এইচ মনসুর বলেন, তারা কেন্দ্রীয় ব্যাংককে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর করতে চান যা সরকার দ্বারা প্রভাবিত হবে না।

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড ঢেলে সাজাতে চাই। কেন্দ্রীয় ব্যাংকের মূল কার্যক্রম নয় এমন কার্যক্রম আমরা ত্যাগ করব। আমরা বিধি প্রতিপালন, নিয়ন্ত্রণ ও প্রয়োগ সম্পর্কিত বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’

ড. ফাহমিদা খাতুন দেশের অর্থনীতির উন্নয়নের জন্য ব্যাংকিং খাতে অনুকূল আইনি ও বিচারিক পরিবেশ তৈরির উপর জোর দেন।

তিনি দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সততা এবং সময়োপযোগী তথ্যের প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানান।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
লোহাগাড়ায় বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে লাগা আগুনে খড়বোঝাই পিকআপ পুড়ে ছাই ফতুল্লায় নিখোঁজ শিশুর লাশ ইটভাটার ঝোঁপ থেকে উদ্ধার যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, ছিনতাইকারীর গুলিতে আহত ১ ছিনতাইকারী সন্দেহে টঙ্গীতে যুবককে হত্যা, উত্তরায় ২ জনকে ঝুলিয়ে গণপিটুনি একটি পরিবারকে আমানতের ৮৭ শতাংশ দেয়া হয়েছে : গভর্নর টাঙ্গাইলে বনভোজনের বাসে ডাকাতি, অস্ত্রের মুখে মালামাল লুট চীনের হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির সাথে ডুয়েটের সভা অনুষ্ঠিত আমিরাতে নারী জাতীয় দলের প্রথম ম্যাচ কাল নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বুধবার কেরানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক আটক তৃতীয় ম্যাচে বাংলাদেশ কাবাডি দলের জয়

সকল