জুনের মধ্যে সব হিসাবরক্ষণ অফিসে চালু হবে এভিএস সিস্টেম
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫২
সরকারি লেনদেন ক্যাশলেশ করতে বাংলাদেশ ব্যাংকের (বিবি) মাধ্যমে গ্রাহকের ব্যাংক হিসাব যাচাই করতে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালু করা হয়েছে। আগামী জুনের মধ্যে দেশের প্রতিটি হিসাবরক্ষণ অফিসে এই ব্যবস্থা চালু করা হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এক কর্মশালায় বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সিস্টেমগুলোর সাথে আইবাস++ সিস্টেমের ইন্ট্রিগেশন স্থাপন, গ্রাহকদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম পাইলটিং পরবর্তী সব পর্যায়ে বাস্তবায়ন রূপরেখা প্রণয়নে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
এতে বলা হয়, নতুন এই ব্যবস্থা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং একইসাথে জালিয়াতি ও অর্থ অপচয় রোধে কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালায় জানানো হয়, গত ২৬ জানুয়ারি থেকে চিফ অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসে (সিএএফও) পরীক্ষামূলকভাবে চারটি এভিএস সিস্টেম চালু করেছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের জুনের মধ্যে দেশের প্রতিটি হিসাবরক্ষণ অফিসে এভিএস সিস্টেম বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি।
সূত্র : ইএনবি