বিস্কুটে ভ্যাট অর্ধেকে নামিয়ে আনল এনবিআর
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯
হাতে ও মেশিনে তৈরি বিস্কুটে চাপিয়ে দেয়া মূল্য সংযোজন কর (ভ্যাট) অর্ধেকে নামিয়ে এনেছে জাতীয় রাজস্ব বোর্ড।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে ১৫ শতাংশ ভ্যাট এর জায়গায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে এসব পণ্যে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেশিনে প্রস্তুত বিস্কুট ও প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের ঊর্ধ্বে হাতে তৈরি বিস্কুট ও প্রতি কেজি ৩০০ টাকা মূল্যমানের ঊর্ধ্বে কেকের ক্ষেত্রে ভ্যাট কমিয়ে অর্ধেক করা হয়েছে।
অর্থবছরের মাঝপথে এসে গত জানুয়ারিতে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। ওই তালিকায় বেকারিপণ্য, বিস্কুট ও কেকও ছিল। সেসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।
বিস্কুটের মতো পণ্যে ভ্যাট বসানোয় সমালোচনার পাশাপাশি ব্যবসায়ীদের তরফে দাবি আসে ভ্যাট কমানোর। দুই দফায় ব্যবসায়ীরা এনবিআরের সাথে বসে নিজেদের দাবি তুলে ধরলে তখন বিস্কুটের ওপর থেকে বাড়তি ভ্যাট কমানোর আশ্বাস দেয় এনবিআর।
গত ৬ ফেব্রুয়ারি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে নতুন করে আরোপ করা ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চেয়ে দ্বিতীয় দফায় এনবিআরের সাথে বৈঠকে বসে বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশন।
ব্যবসায়ীরা বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর করের বোঝা চাপানো হলে দেশের শ্রমজীবী, প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। শুল্ক-কর বেশি হলে দেশে আর পাঁচ টাকা ও ১০ টাকা দামের পণ্য তৈরি করা সম্ভব হবে না।
তারা জানান, এ খাতে ৮০ শতাংশ পণ্যের দাম ২০ টাকার কম, যা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত ও শ্রমজীবীরা বেশি কেনেন। সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা