২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

বিদেশী প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে আইসিবির কাজ পেল কোয়ান্ট ফিনটেক

বিদেশী প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে আইসিবির কাজ পেল কোয়ান্ট ফিনটেক - ছবি : সংগৃহীত

বিদেশী প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোং লিমিটেডের কাজ পেয়েছে দেশী প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড। কোয়ান্ট ফিনটেক লিমিটেডের তৈরি করা ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) দিয়ে তাদের গ্রাহকদের সেবা দিবে সরকারি এ প্রতিষ্ঠানটি। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠান দুটির মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি অনুষ্ঠিত হয়েছে।

আইসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইসিবি সিকিউরিটিজ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: মফিজুর রহমান এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাতেক মিনার।

এ সময় আরো উপস্থিতি ছিলেন- আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিকিউরিটিজের চেয়ারম্যান মো: আবুল হোসেন, কোয়ান্ট ফিনটেকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো: জাবেদ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী, আইসিবি সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই ও সিএসই তে লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যবস্থা করে দিবে। এর ফলে গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

আইসিবি সিকিউরিটিজ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: মফিজুর রহমান বলেন, গ্রাহকদের আরো সুন্দর পরিসরে সেবা দিতে আমরা নিজস্ব ট্রেডিং প্লাটফর্ম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করতে যাচ্ছি। ওএমএস এর জন্য পর্ষদ থেকে একটি কমিটি করে দিয়েছিল, কমিটির সদস্য হিসেবে ছিল- আইসিবি, ডিএসই, বুয়েটের ও বিসিসির প্রতিনিধিরা। আমাদের পর্ষদের একটি চাওয়া ছিল কাজটি যাতে দেশী প্রতিষ্ঠান পায় এবং একই সাথে সব ধরনের মান যাতে ঠিক থাকে। এরই অংশ হিসেবে আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে অনেকগুলো প্রতিষ্ঠান থেকে আবেদন পেয়েছি। আবদেনগুলো যাচাই-বাছাই করে চারটি প্রতিষ্ঠানের নাম পর্ষদের পাঠানো হয়। সেখান সবাইকে ডেকে সব বিষয়ে জানার চেষ্টা করে পর্ষদ। পরে সব দিক থেকে প্রথম স্থান অর্জন করে দেশী প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেকে।

তিনি বলেন, আমরা আমাদের কাস্টমারকে সর্বোৎকৃষ্ট সেবা দিতে চাই এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের ইন্টিগ্রেটেড প্লাটফর্মে যাতে সহজেই কাস্টমারগণ এক ক্লিকে প্রবেশ করতে পারে সে জন্যই আমাদের এই প্রচেষ্টা।

তিনি আরো বলেন, তাদের টেকনোলজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আর আমাদের বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের অভিজ্ঞতা দিয়ে একযোগে কাজ করলে এই প্ল্যাটফর্ম শুধু আমাদের গ্রাহকদেরই জন্য না সমগ্র ক্যাপিটাল মার্কেটে একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখতে পারবে, এছাড়াও আমাদের কিছু গ্রাহক বান্ধব ফিচার নিয়ে কাজ করছি যা সামগ্রিকভাবে আমাদের গ্রাহকসেবার মান বহুগুণে বাড়িয়ে দিবে সাথে বিনিয়োগের জন্য ইনফর্মড ডিসিশন নিতে সাহায্য করবে যা কিনা নতুন অনেক বিনিয়োগকারীকে বিনিয়োগে আকৃষ্ট করবে।

কোয়ান্ট ফিনটেকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো: জাবেদ হোসেন বলেন, সরকারি একমাত্র বিনিয়োগ প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আনন্দিত। আমরা সঠিক সময়ে তাদের কাজ বুঝিয়ে দিবো। আমি আশা করছি, আমাদের উভয় পক্ষের সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং এটি একটি উদাহরণ হয়ে থাকবে যে আমরা দেশী একটি ওএমএস প্রোভাইডার সরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হলাম। এটা দেখে হয়ত বা উদাহরণ স্বরুপ আরো অনেকে আমাদের সাথে যুক্ত হবেন।


আরো সংবাদ



premium cement

সকল