২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সিএলপির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে : এনবিআর

- ছবি - ইন্টারনেট

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক বাস্তবায়িত আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে শুল্ক সংক্রান্ত সংস্থাগুলোকে অনলাইনের এক জায়গায় আনার প্রকল্প ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর (বিএসডব্লিউ) মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট’র (সিএলপি) সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

এই সাফল্যের অংশীদার হিসেবে এনবিআর গত মাসে গো-লাইভে যাওয়া বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ), বিস্ফোরক অধিদফতর (ডিওইএক্স), রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপনস কনভেনশন (বিএনএসিডব্লিউসি), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পরিবেশ অধিদফতরকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যবসায়িক প্রতিষ্ঠানের আমদানি ও রফতানি প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এনবিআর গত ২ জানুয়ারি ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর (বিএসডব্লিউ) আংশিক উদ্বোধন করেছে। যার মাধ্যমে সাতটি কাস্টমস অ্যাজেন্সিকে একটি সিস্টেমের আওতায় আনা হয়েছে।

২০১৭ সালে গৃহীত এই প্রকল্পের লক্ষ্য হলো কাস্টমস সম্পর্কিত ১৯টি সংস্থার কার্যক্রমকে এক ব্যবস্থার অধীনে একত্রিত করে বাণিজ্য কার্যক্রমকে সুগম করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারির পর আমদানি ও রফতানি পণ্যের কাস্টমস ক্লিয়ারেন্সের ক্ষেত্রে অবশিষ্ট ১২টি সংস্থাও এ পদ্ধতিতে অনলাইনে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) দিতে সক্ষম হবে বলে এনবিআর আশা করছে।

এ সিস্টেম ব্যবহারের ফলে যে সুবিধাসমূহ পাওয়া যাচ্ছে তা হলো, একটি কমন প্ল্যাটফর্মে আমদানি-রফতানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) সংক্রান্ত সব কার্যক্রম সংশ্লিষ্ট সকল সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। পণ্য আমাদানি-রফতানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাচ্ছে। দেশী-বিদেশী ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টিতে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ (বিএসডব্লিউ) সিস্টেম সহায়তা করছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement