শক্তিশালী অর্থনীতির চাবিকাঠি : বন্ড মার্কেটের গুরুত্ব
- বিশেষ সংবাদদাতা
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩, আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫২
একটি দেশের শক্তিশালী অর্থনীতি গঠনে প্রাণবন্ত পুঁজিবাজার অপরিহার্য, আর পুঁজিবাজারের প্রাণশক্তি বৃদ্ধিতে বন্ড ও সুকুক মার্কেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ বুধবার রাজধানীতে আয়োজিত একটি কর্মশালায় বক্তারা এমন মতামত ব্যক্ত করেন।
ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্ট ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ ইনষ্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) যৌথভাবে আয়োজিত ‘আন্ডারস্ট্যান্ডিং বন্ড অ্যান্ড সুকুক মার্কেট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা বলেন, সারা বিশ্বে সুকুক বন্ড ব্যাপক জনপ্রিয়, কিন্তু অতীতে এর অপব্যবহারও হয়েছে। বিগত সরকার ও নিয়ন্ত্রকদের দোষারোপ করে বক্তারা বলেন, অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সুকুকের সুবিধা গ্রহণ করেছে।
বিআইসিএম-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন দক্ষ জনশক্তির অভাবের কথা তুলে ধরেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটধারী ‘এপ্লাইড ফাইনান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ বিষয়ে মাষ্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী সঙ্কটের কথা উল্লেখ করেন।
সিএমজেএফ'র সাবেক সভাপতি জিয়াউর রহমান বন্ড ও সুকুকের অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি না করেই অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা